এসআই ও সার্জেন্ট নিয়োগ, ভাইভায় বাদ পড়া প্রার্থীদের মানববন্ধন

২৬তম সার্জেন্ট ও ৪০তম সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের প্রিলিমিনারি স্ক্রিনিং, লিখিত ও কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় বাদ পড়া প্রার্থীরা পুনর্নিরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেনছবি: প্রথম আলো

পুলিশের ২৬তম সার্জেন্ট ও ৪০তম সাব–ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগের প্রিলিমিনারি স্ক্রিনিং, লিখিত ও কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভায় বাদ পড়া প্রার্থীরা পুনর্নিরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন। তাঁদের অভিযোগ, রাজনৈতিক ভিন্নমতের কারণে তাঁরা ভাইভায় বাদ পড়েছেন।

আরও পড়ুন

আজ রোববার রাজধানীতে পুলিশ হেডকোয়ার্টাসের সামনে প্রার্থীরা মানববন্ধন করেন। প্রার্থীরা বলছেন, ‘আমরা ২৬তম সার্জেন্ট ও ৪০তম সাব–ইন্সপেক্টর নিয়োগে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ে উত্তীর্ণ হয়ে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং সাতটি ইভেন্টে যথাযথভাবে উত্তীর্ণ হই। আমরা লিখিত পরীক্ষায় এবং কম্পিউটার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাইভা দিয়েছি। ভাইভা দেওয়ার সময় আমাদের বাসায় ভেরিফিকেশন আসে, সেই ভেরিফিকেশনে আমরা তৎকালীন সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত না থাকার কারণে পূর্ণাঙ্গ লিস্ট থেকে আমাদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন তাঁরা।’

আরও পড়ুন

সাজিদ হাসান নামের এক প্রার্থীর দাবি, স্বজনপ্রীতি, দুর্নীতি, আবাসন–সংকট ও রাজনৈতিক ভিন্নমতের কারণে আমাদের ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই আমরা আমাদের ন্যায্য নিয়োগের দাবিতে আন্দোলনে নেমেছি। তিনি সরকারের কাছে দাবি জানান, তাঁদের পুনর্নিরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হোক।

আরও পড়ুন
আরও পড়ুন