অগ্রণী ব্যাংকের অফিসারের পুলিশ ভেরিফিকেশন তথ্য জমা ১২ অক্টোবরের মধ্যে
অগ্রণী ব্যাংক লিমিটেডে ২০১৮ সালভিত্তিক অফিসার (ক্যাশ) নিয়োগের জন্য দ্বিতীয় প্যানেল থেকে ব্যাংকার্স সিলেকশন কমিটি ১২৯ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে। নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য ১২ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে।
অগ্রণী ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ‘চরিত্র ও প্রাক্–পরিচয় যাচাই প্রতিবেদন (পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট)’ সংগ্রহের জন্য এই ওয়েবসাইটের ক্যারিয়ার লিংকে গিয়ে পুলিশ ভেরিফিকেশন বাটনে ক্লিক করে ১২ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
সন্তোষজনক ‘চরিত্র ও প্রাক্–পরিচয় যাচাই প্রতিবেদন (পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট)’ পাওয়ার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের অনুকূলে নিয়োগপত্র ইস্যু করা হবে।
নির্বাচিত প্রার্থী অগ্রণী ব্যাংক লিমিটেডের চাকরিতে যোগদান করবেন কি না, তা [email protected] ঠিকানায় ই-মেইলে জানানোর জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক সরবরাহ করা প্রার্থীদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা পাঠানো হয়েছে।
নিয়োগপত্র বর্তমান ও স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। পদায়ন, যোগদানের তারিখ ও নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত নিয়োগপত্রে উল্লেখ থাকবে। নিয়োগ ও পদায়নসংক্রান্ত যেকোনো বিষয়ে কোনো ধরনের তদবির বা সুপারিশে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এখানে।