বার কাউন্সিলের পরীক্ষা শুক্রবার, ডাউনলোড করা যাচ্ছে প্রবেশপত্র

প্রতীকী ছবি: সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির এমসিকিউ পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার প্রবেশপত্র অনলাইনে ডাউনলোড করা যাচ্ছে।

বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য এই ওয়েবসাইটে বা এই বার কাউন্সিলের ওয়েবসাইটে নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করা যাচ্ছে।

প্রবেশপত্র ডাউনলোডের পর রঙিন প্রিন্ট করে পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। যারা অনলাইনে সফলভাবে আবেদন করেছেন তাঁদের প্রত্যেকের মুঠোফোন নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড আবার পাঠানো হবে।

রোল নম্বর অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের তালিকা ১৬ জুন বার কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরীক্ষা–সংক্রান্ত সব তথ্যও এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন