ঢাকা ম্যাস ট্রানজিটের মৌখিকের সূচি প্রকাশ
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সেমি স্কিলড মেইনটেইনার/ অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপারের গ্রুপভিত্তিক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সূচিও প্রকাশ করা হয়েছে। ডিএমটিসিএলের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ মার্চ শুরু, চলবে ৩১ মার্চ পর্যন্ত। বিকেল ৫টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।
ডিএমটিসিএলের বোর্ডরুম, প্রবাসীকল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ড রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০ ঠিকানায় এই পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইস্যুকৃত পত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত সব সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ ইত্যাদির মূল কপি মৌখিক পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে ডিএমটিসিএলের ১৪১৭ নম্বর কক্ষে জমা দিতে হবে। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ভাতা বা টিএ/ ডিএ দেওয়া হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এই লিংক থেকে জানা যাবে।