বিসিকের ষষ্ঠ গ্রেডে ছয় ক্যাটাগরির মৌখিকের সূচি প্রকাশ
শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাজস্ব খাতের ষষ্ঠ গ্রেডের ছয় ক্যাটাগরির মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বিসিকের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই সময়সূচি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপব্যবস্থাপক, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রধান নিরীক্ষা কর্মকর্তা, সহকারী নিয়ন্ত্রক (হিসাব ও অর্থ), বিশেষজ্ঞ ও সহযোগী অনুষদ সদস্য পদে নিয়োগের জন্য গত ১৮ জুন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৭ আগস্ট শুরু হবে। চলবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অনলাইন আবেদনপত্রে বর্ণিত তথ্যাদির স্বপক্ষে সব সনদের মূল কপি মৌখিক পরীক্ষার বোর্ডে প্রদর্শনের জন্য সঙ্গে রাখতে হবে। এ ছাড়া সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) ; শিক্ষাগত যোগ্যতার সনদে সত্যায়িত কপি; ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ; প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ; জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের অনুলিপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত); সব অভিজ্ঞতার সনদের অনুলিপি; প্রবেশপত্রের অনুলিপি; অ্যাপ্লিকেন্টস কপির অনুলিপি; বিসিকের ওয়েবসাইট থেকে প্রাক্-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম দুই সেট (পুলিশ ভেরিফিকেশন ফরম) ডাউনলোড করে যথাযথভাবে পূরণ ও স্বাক্ষরসহ মৌখিক পরীক্ষার নির্ধারিত দিন সকাল ৮টা ৪৫ মিনিট (সকাল ৯টা থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য) এবং বেলা ১টার (বেলা ২টা থেকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য) মধ্যে বিসিক প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় (সম্মেলন কক্ষ) জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময়সূচি এই লিংকে জানা যাবে।