রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিকের সূচি প্রকাশ

প্রতীকী ছবি: প্রথম আলো

বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদের মৌখিক পরীক্ষা ২৩ জুলাই থেকে শুরু, চলবে ২৭ জুলাই পর্যন্ত।

মোট ২৫টি গ্রুপে ভাগ করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। একেকটি গ্রুপে পরীক্ষার্থী ৫০ থেকে ৬০ জন। রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়, ১৬ আব্দুল গণি রোড, বাংলাদেশ রেলওয়ে, রেল ভবন, ঢাকায় সকাল সাড়ে ৯টা থেকে এই পরীক্ষা শুরু হবে।

সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড-২ পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হয়েছেন ১ হাজার ৪৫৯ জন। গত ১৭ জুন এই পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মৌখিক পরীক্ষার তারিখ ও রোল নম্বর এই লিংক থেকে জানা যাবে।