বাংলাদেশ লেবার ফাউন্ডেশনে চাকরি, সর্বোচ্চ বেতন ৭০ হাজার

মডেল: রিয়াদ ও রূপাছবি: খালেদ সরকার

বেসরকারি সংস্থা বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি এইচআর অ্যান্ড অ্যাডমিন বিভাগে ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজার, এইচআর অ্যান্ড অ্যাডমিন

পদসংখ্যা: ১

আরও পড়ুন

যোগ্যতা: হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ বা পিজিডি ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। হিউম্যান রিসোর্স ও প্রশাসনিক কাজে অন্তত পাঁচ থেকে সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজার পদে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কোনো বেসরকারি সংস্থায় সমপদে পদে অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কার ও ট্রেড ইউনিয়নে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবস্থাপনা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। শ্রম আইন, ট্যাক্স আইনসহ সংশ্লিষ্ট নিয়ম–নীতি জানা থাকতে হবে। সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও এইচআর ম্যানেজমেন্ট ডাটাবেজের কাজ জানতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

বেতন: ৬০,০০০ থেকে ৭০,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, দুটি রেফারেন্সসহ কভার লেটার, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি [email protected] ঠিকানায় ই–মেইল করে দিতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ৫ জানুয়ারি ২০২৫।

আরও পড়ুন