মার্কিন সংস্থায় চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ৫১ হাজার
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভিওসিএ বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি যশোরে মনিটরিং, ইভালুয়েশন, লার্নিং (মিল) অ্যান্ড জিআইএস কো–অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।
পদের নাম: মনিটরিং, ইভালুয়েশন, লার্নিং (মিল) অ্যান্ড জিআইএস কো-অর্ডিনেটর
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং, জিওগ্রাফি/জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমস, অর্থনীতি, সমাজবিজ্ঞান, পরিসংখ্যান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, অ্যাগ্রিকালচার বা এ ধরনের বিষয়ে স্নাতক বা উচ্চতর ডিগ্রি থাকতে হবে। ইউএসএআইডি স্ট্যান্ডার্ড মিল সিস্টেমে জিআইএস এনগেজমেন্ট, মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট/ফুড সিকিউরিটি প্রোগ্রামে অন্তত ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মিল সিস্টেম বাস্তবায়ন, ডাটা কোয়ালিটি অ্যাসুরেন্স ও পার্টনারশিপ ম্যানেজমেন্টে দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনসহ এসপিএসএস বা এসটিএটিএর কাজ জানতে হবে। আর্কজিআইএস বা কিউজিআইএস টুল ব্যবহার করে জিআইএস ডাটা কালেকশন, জিওস্পেশিয়াল অ্যানালাইসিস ও ডাটা ভিজ্যুয়ালাইজেশনে অভিজ্ঞ হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা
কর্মস্থল: যশোর
বেতন: মাসিক বেতন ১,১৩,৬৭৫ থেকে ১,৫১,৫৬৭ টাকা (অভিজ্ঞতা ও দক্ষতার ওপর ভিত্তি করে)
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে [email protected] ঠিকানায় সিভি ই–মেইল করতে হবে। ই–মেইলের সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ সময়: ১০ নভেম্বর ২০২৪।