পিএসসির অধীনে নবম গ্রেডে ১৮১ সহকারী প্রকৌশলী নিয়োগ

স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নবম গ্রেডে ১৮১ জন সহকারী প্রকৌশলী নিয়োগ দেবে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এসব কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)/উপজেলা সহকারী প্রকৌশলী

পদসংখ্যা: ১৮১

যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পুরকৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা অ্যাসোসিয়েট মেম্বার অব দ্য ইনস্টিটিউট অব দ্য ইঞ্জিনিয়ার্সের (এএমআইই) পুরকৌশল বিষয়ের সেকশন ‘এ’ ও ‘বি’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (নবম গ্রেড)

আবেদনের বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন

আবেদন যেভাবে—

প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে। ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।

ফরম পূরণের আগে অবশ্যই আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এ লিংকে  দেখে নিতে হবে।

আরও পড়ুন

আবেদন ফি—

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৬০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন