ন্যাশনাল টি কোম্পানিতে চাকরির সুযোগ

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয়ের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে দুটি পদে লোক নেওয়া হবে। বিজ্ঞপ্তির শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।

১. পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১
যোগ্যতা: চার বছরের স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। তবে কৃষি, উদ্ভিদবিজ্ঞান অথবা চা চাষসংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে চা চাষ, চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চা কোম্পানিতে সমপদমর্যাদায় কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া প্রার্থীর শ্রম আইন, করপোরেট আইন, সিকিউরিটিজ আইন, কোম্পানি আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৫৫

আরও পড়ুন

২. পদের নাম: কোম্পানি সচিব
পদসংখ্যা: ১
যোগ্যতা: চার বছরের স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) সনদপ্রাপ্ত সদস্য হতে হবে ও স্বনামধন্য লিস্টেড কোম্পানির সচিব হিসেবে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা ও কোম্পানি আইন, সিকিউরিটিজ আইন শ্রম আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন, বিধিবিধান ও শেয়ার ব্যবস্থাপনা সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। এ ছাড়া আরজেএসসি, বিএসইসি, ডিএসই, সিএসইসহ নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতাসহ কোম্পানির বিভিন্ন সভার কার্যপত্র প্রস্তুত, মিনিটস লিখন, কমপ্লায়েন্সসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুতসহ সংশ্লিষ্ট কাগজপত্র ও দলিলপত্রাদি সংরক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০
শর্ত: সব পদের প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শিতা ও কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে সক্ষম হতে হবে। প্রার্থীদের সৎ ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী, ইতিবাচক দৃষ্টিসম্পন্ন, কঠোর শারীরিক ও মানসিক পরিশ্রমে সক্ষম হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আরও পড়ুন

যেভাবে আবেদন

আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, ০১/১১/২০২৪ তারিখে প্রার্থীর বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা মোবাইল নম্বর, ই–মেইল অ্যাড্রেস, প্রার্থীর বিষয়ে তথ্যদানে সক্ষম দুজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর, অভিজ্ঞতা, বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে সন্তান সংখ্যা উল্লেখ করতে হবে। সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং বিভিন্ন পরীক্ষা পাসের সার্টিফিকেট/প্রশংসাপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড, বিজিআইসি টাওয়ার (অষ্টম তলা), ৩৪, তোপখানা রোড, ঢাকা-১০০০।

আবেদনের শেষ সময়: ৪ ডিসেম্বর ২০২৪।

আরও পড়ুন