তিন বিভাগে জনবল নেবে ইস্টার্ণ ব্যাংক
বেসরকারি খাতের ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে লোক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
ব্রাঞ্চ ম্যানেজার, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং।
ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং।
ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার, রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং।
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা আলাদা। তিন পদের আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক পাস। ব্রাঞ্চ ম্যানেজার পদে আবেদনের জন্য ৮ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস ম্যানেজার ও ব্রাঞ্চ অপারেশন ম্যানেজার পদের জন্য ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন
ব্যাংকের নীতি অনুসারে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা।
কর্মস্থল
তিন পদেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগে নিয়োগ দেওয়া হবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের ক্যারিয়ার ট্যাবে গিয়ে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ আগামী ৯ ডিসেম্বর।