সূচক লেনদেন কমেছে ডিএসইতে

সূচক ও লেনদেন উভয়ই কমেছে শেয়ারবাজারে। আজ মঙ্গলবার চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। লেনদেন শেষে অবস্থান করছে ৪ হাজার ৮৬২ পয়েন্টে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৯ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেন গতকালের চেয়ে কমেছে। আজ লেনদেন হয়েছে ৭৭৭ কোটি ৪২ লাখ টাকার। গতকাল সোমবার লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১১৬ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ১৩৯টির, বেড়েছে ১৭৯টির, অপরিবর্তিত আছে ৩৭টির।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, স্কয়ারফার্মা, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, বিএটিবিসি ও বিডি ফাইন্যান্স।

দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—অনলিমা ইয়ার্ন, আনোয়ার গ্যালভানাইজিং, দেশ গার্মেন্টস, সমতা লেদার, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক্সপ্রেস ইনস্যুরেন্স লিমিটেড, সোনারগাঁও, বিডিকম, বিডি ফাইন্যান্স ও এসিআই ফরমুলেশন।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো—শ্যামপুর সুগার, জিল বাংলা, আইসিবি থার্ড এনবারবি, এনসিসিব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, বিডি ওয়েল্ডিং, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড।

অপরদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ৯৯টির, বেড়েছে ১২০টির, অপরিবর্তিত আছে ৪৬টির।