সুপারশপের ট্রলি জীবাণুমুক্ত করতে স্যাভলনের উদ্যোগ
সুপারশপে নিত্য প্রয়োজনীয় পণ্য বহন করতে ব্যবহৃত একই ট্রলি বিভিন্ন হাত থেকে হাতে ব্যবহারের ফলে করোনা মহামারির এই সময়ে ঘটতে পারে ভয়ংকর বিপদ। আর এই বিপদ থেকে রক্ষা করতেই স্যাভলন এক উদ্যোগ নিয়েছে।
স্যাভলন ওই ট্রলির মধ্যে বসিয়েছে এক কার্যকর যন্ত্র যা দিয়ে মুহূর্তের মধ্যেই ধ্বংস করা যাচ্ছে সব ধরনের ভাইরাস ও জীবাণু। এ যন্ত্রটি একবার চাপ দিয়ে ট্রলির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিলেই জীবাণুমুক্ত হচ্ছে ট্রলিটি।
সুপারশপে বাজার করতে আসা ক্রেতারা কৃতজ্ঞতা জানিয়েছে স্যাভলনের সময়োপযোগী এমন পদক্ষেপের জন্য। স্যাভলনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন সুপারশপ গুলোও।
জীবাণুমুক্ত ও সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ রকম আরও নানা উদ্যোগের মাধ্যমে বরাবরের মতোই জনসাধারণের পাশে থাকার কথা জানিয়েছে স্যাভলন। বিজ্ঞপ্তি।