সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য কমানো সম্ভব

ছবি: সংগৃহীত

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভ্যাটবিষয়ক এক কর্মশালায় বক্তারা বলেন, ভ্যাট নিয়ে উদ্যোক্তাদের মধ্যে যে ভীতি, তা দূর করতে হবে। সঠিকভাবে ভ্যাট আদায় করা গেলে দ্রব্যমূল্য কমানো সম্ভব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের উদ্যোগে ২৩ এপ্রিল ভার্চ্যুয়ালি ভ্যাটবিষয়ক নলেজ শেয়ারিং কর্মশালা আয়োজিত হয়। ‘সঠিক ভ্যাট ব্যবস্থাপনায় দ্রব্যমূল্য হ্রাস সম্ভব’ শিরোনামে অনুষ্ঠিত কর্মশালায় মূল আলোচক ছিলেন দ্য রিয়েল কনসালটেশনের ফাউন্ডার ও লিড কনসালট্যান্ট আলিমুজ্জামান।

কর্মশালায় ভ্যাট দ্রব্যমূল্যের ওপর কীভাবে প্রভাব বিস্তার করে এবং কীভাবে দক্ষতার সঙ্গে ভ্যাট দিলে দ্রব্যমূল্য কমে আসবে, ভ্যাট কেন ভীতির বিষয় নয়, কখন ভ্যাট দিতে হবে আর কখন দিতে হবে না, নারী উদ্যোক্তা হিসেবে ভ্যাট আইনের সুবিধাগুলো কীভাবে গ্রহণ করা যায়—এসব বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উইমেন্স অ্যান্ড ই-কমার্স ট্রাস্টের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, ইমানা জয়োতি ও সংগঠনের সঙ্গে যুক্ত নারী উদ্যোক্তারা।