২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শ্রমিক কর্মবিরতি, চট্টগ্রাম বন্দরে কনটেইনার পরিবহন বন্ধ

ফাইল ছবি

কনটেইনার পরিবহনকারী গাড়ির শ্রমিকদের কর্মবিরতিতে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে নেওয়া যাচ্ছে না। আজ শনিবার সকাল ছয়টা থেকে এই কর্মবিরতির ডাক দেয় চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন।

রপ্তানি পণ্য কনটেইনারে বোঝাই করে চট্টগ্রামের ১৮টি কনটেইনার ডিপো থেকে বন্দর নিয়ে জাহাজে তুলে দেওয়া হয়। ডিপো থেকে বন্দরে নেওয়া হয় এসব গাড়িতে করে। এসব গাড়ির শ্রমিকেরা কর্মবিরতি পালন করায় রপ্তানি পণ্য পরিবহনও বন্ধ হয়ে গেছে।

কর্মবিরতি আহ্বানকারী সংগঠনের সাধারণ সম্পাদক আব বকর সিদ্দিকী প্রথম আলোকে বলেন, একটি পরিবহন কোম্পানি কোনো কারণ ছাড়াই ৩৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে। এর প্রতিবাদে এবং শ্রমিকদের নিয়োগপত্র প্রদানের দাবিতে এই কর্মবিরতি ডাকা হয়েছে।

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, কর্মসূচির কারণে রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে আসছে না। বন্দর থেকেও কনটেইনারবাহী পণ্য বের হচ্ছে না। তবে বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো নামানো হচ্ছে। পুলিশ প্রশাসন শ্রমিক নেতাদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছে।