শেয়ারবাজারে লেনদেনে আধিপত্য বস্ত্র খাতের
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে আধিপত্য বেড়েছে বস্ত্র খাতের। ঢাকার বাজারের গতকাল মঙ্গলবার মোট লেনদেনের ১২ শতাংশই ছিল এ খাতের দখলে। শতাংশের হিসাবে এদিন এককভাবে আর কোনো খাতের এত লেনদেন হয়নি। ডিএসইতে গতকাল বস্ত্র খাতের লেনদেন হওয়া ৫৮ কোম্পানির প্রায় ২০৫ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।
শেয়ারবাজারে লেনদেনে বস্ত্র খাতের এ আধিপত্যের পেছনে মূল ভূমিকা তিন কোম্পানির। কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং ও ম্যাকসন স্পিনিং। বস্ত্র খাতের মোট লেনদেনের ৩৯ শতাংশ বা ৭৮ কোটি টাকা ছিল এ তিন কোম্পানির লেনদেন।
লেনদেনে খুব ভালো অবস্থানে না থাকলেও ডিএসইতে গতকাল মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস। এদিন কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পেয়েছে। দিন শেষে প্রতিটি শেয়ারের দাম ১৭ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮৮ টাকায়। গত চার কার্যদিবসে দেশ গার্মেন্টসের শেয়ারের দাম ২১ শতাংশ বা সাড়ে ৩২ টাকা বেড়েছে। দেশের তৈরি পোশাক খাতের যাত্রা শুরু হয়েছিল এ কোম্পানির হাত ধরে। বস্ত্র খাতের পুরোনো কোম্পানি হলেও এটি মূলত স্বল্প মূলধনি কোম্পানি।
ফলে অল্প কিছু শেয়ারের হাতবদলেই শেয়ারের চাহিদা বেড়ে যায়, তাতে দামও বাড়ে।
খাত হিসেবে লেনদেনে বস্ত্র খাতের আধিপত্য থাকলেও একক কোম্পানি হিসেবে গতকাল ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সরকারি মালিকানাধীন কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এদিন কোম্পানিটির প্রায় ৯৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। যদিও দিন শেষে ২ টাকা ৬০ পয়সা বা প্রায় ২ শতাংশ কমেছে। গত ২৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দাম বাড়তে শুরু করে।
তাতে এক মাসের কম সময়ে এটির ৫০ টাকার শেয়ারের দাম বেড়ে গতকাল দিন শেষে দাঁড়িয়েছে ১৩৬ টাকায়। মূলত গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বা ইপিএসের বড় ধরনের উত্থানকে কেন্দ্র করে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক এ মূল্যবৃদ্ধি ঘটে।
ঢাকার বাজারে গতকাল ১ হাজার ৭১৩ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা বেশি। লেনদেনের এ গতি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের নতুন করে আবার শেয়ারবাজারের প্রতি আগ্রহী করে তুলছে।