মূলধনি ও কৃষি যন্ত্রপাতি খালাস করা যাবে
সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে পণ্য খালাসের তালিকা আরও বড় হলো। সরকারঘোষিত সাধারণ ছুটি চলাকালীন (১৪ এপ্রিল পর্যন্ত) দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন দিয়ে মূলধনি যন্ত্রপাতি ও উপকরণ; কৃষি যন্ত্রপাতি ও উপকরণ; পোলট্রি, ডেইরি ও মৎস্য শিল্পের খাদ্য ও উপকরণ এবং কূটনৈতিক সুবিধায় আমদানি করা পণ্য খালাস করা যাবে।
আজ মঙ্গলবার বিকেলে এই প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ইতিমধ্যে এনবিআর থেকে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুই দফায় প্রজ্ঞাপন জারি করে শিল্পের কাঁচামাল, সরকারি প্রতিষ্ঠানের পণ্য, জরুরি নিত্যপণ্য, চিকিৎসা সামগ্রী ও সেবা সামগ্রী খালাসের অনুমতি দিয়েছিল এনবিআর।
সাধারণ ছুটি ঘোষণা করা হলেও গত ২৪ মার্চ এনবিআরের আরেক নির্দেশনায় দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।