বাংলাদেশে এল কজমো ট্রাভেল
বাংলাদেশে যাত্রা শুরু করেছে মধ্যপ্রাচ্যের এয়ারলাইনস এয়ার অ্যারাবিয়ার অঙ্গপ্রতিষ্ঠান কজমো ট্রাভেল। ভিসা ব্যবস্থাপনা, ভ্রমণ প্যাকেজসহ ভ্রমণপিপাসুদের সব ধরনের সুবিধা আছে এই প্রতিষ্ঠানে। গত রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে কজমো ট্রাভেলের উদ্বোধন করা হয়।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কজমো ট্রাভেল মূলত এয়ার অ্যারাবিয়ার ট্রাভেল ব্যবস্থাপনার পোর্টাল। এটি আইয়াটার অ্যাক্রিডেট ট্রাভেল এজেন্সি। বিমানের টিকিট, হোটেল বুকিং, গ্লোবাল ভিসা সহায়তা, গাড়ি ভাড়া, ক্রুজ বুকিং, হজ, ওমরা প্যাকেজ ও ট্রাভেল বীমা করতে সহযোগিতারা সেবা দেবে কজমো ট্রাভেল।
বাংলাদেশে কজমো ট্রাভেলের প্রতিনিধিত্ব করবে এমজিএইচ গ্রুপের আরএএস হলিডেজ। ঢাকায় এর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহাইরি, কজমো ট্রাভেলের প্রধান নির্বাহী কর্মকর্তা জামাল আব্দুল নাজের, বাংলাদেশে এয়ার অ্যারাবিয়ার কান্ট্রি ম্যানেজার বিকরাম জিৎ ঘোষ, আরএএস হলিডেডের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আব্দুর রহিম।