নভোএয়ারে যুক্ত হলো সপ্তম উড়োজাহাজ
বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের বহরে ৬৮ আসনবিশিষ্ট অত্যাধুনিক এটিআর ৭২-৫০০ মডেলের একটি উড়োজাহাজ যুক্ত হয়েছে। এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা সাতে উন্নীত হলো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উড়োজাহাজটি আজ রোববার বেলা আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম, পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন উড়োজাহাজ দিয়ে শিগগিরই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।
নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে ছয়টি, চট্টগ্রাম রুটে প্রতিদিন পাঁচটি, যশোরে পাঁচটি, সৈয়দপুর পাঁচটি, সিলেটে দুটি, রাজশাহী, বরিশাল ও কলকাতায় দুটি করে ফ্লাইট পরিচালনা করছে।
২০১৩ সালের জানুয়ারিতে নভোএয়ার ফ্লাইট পরিচালনা শুরু করে।