চালু হলো পাঁচ তারকা হোটেল রেনেসাঁ
পাঁচ তারকা মানের হোটেল রেনেসাঁ ঢাকায় চালু হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক হোটেল ব্রান্ড ম্যারিয়ট ইন্টারন্যাশনালের রেনেসাঁ বাংলাদেশে যাত্রা করল। এর নাম দেওয়া হয়েছে ‘রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল’। ঢাকার গুলশানে ১৯তলা এ হোটেলে রয়েছে ২১১টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে একাধিক ছোট বড় সম্মেলন কক্ষ।
সারা বিশ্বে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের ৩০ ব্রান্ড রয়েছে। এর অধীনে ৩০টি দেশে রয়েছে ১৬০টি হোটেল। বাংলাদেশে এর মাধ্যমে ম্যারিয়ট ইন্টারন্যাশনালে চতুর্থ হোটেল যাত্রা শুরু করল। আগ থেকে লে মেরিডিয়ান, দি ওয়েস্টিন ঢাকা, ফোর পয়েন্টস বাই শেরাটন চালু রয়েছে। ঢাকায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের আরও কয়েকটি হোটেলের নির্মাণকাজ চলছে।
আজ বুধবার রেনেসাঁ ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে হোটেলটির উদ্বোধন করেন প্রিমিয়ার হোটেল ম্যানেজমেন্ট ও প্রিমিয়ার গ্রুপের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল। বক্তব্য দেন প্রিমিয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মইন ইকবাল, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট নীরজ গোভিল, রেনেসাঁ ঢাকার মহাব্যবস্থাপক জেরোমি লিয়েটার্ন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এইচ বি এম ইকবাল বলেন, ‘হোটেলটি নির্মাণে ৮-৯ বছর সময় লেগেছে। হোটেলটি আয়তন সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার বর্গফুট। এখানের যেসব কর্মী কাজ করছেন তাদের বড় অংশই দেশের। জ্যেষ্ঠ পদে কিছু বিদেশি অভিজ্ঞ লোকবল নেওয়া হয়েছে।’
এইচ বি এম ইকবাল বলেন, ‘আমি সিঙ্গাপুর, মালয়েশিয়া, কানাডা, গ্রেট ব্রিটেনে হোটেল নির্মাণ করতে পারতাম। দেশের সবার সুবিধা ও কর্মসংস্থানের উদ্দেশ্যে এটা বাংলাদেশে করেছি। আমরা সব সময় দেশের বিনিয়োগ করব। আমার কোনো নিরাপত্তারক্ষী নেই, সামনে পেছনে গাড়ি নিয়েও চলাফেরা করি না। এ হোটেল থেকে বৈদেশিক মুদ্রা অর্জন হবে। সরকারও রাজস্ব পাবে।’