কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত স্থগিত, বেশি দামে প্রবাসী আয় আনতে বাধা নেই
ডলারের বিপরীতে টাকার মান ধরে রাখতে বাংলাদেশ ব্যাংকের দেওয়া একটি সিদ্ধান্ত এক দিনের ব্যবধানে স্থগিত করা হয়েছে। এর ফলে ব্যাংকগুলোর বেশি দামে প্রবাসী আয় আনতে কোনো বাধা থাকছে না। এর আগে ঘোষিত দামে প্রবাসী আয় আনার নির্দেশনা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সেই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত মঙ্গলবার বাণিজ্যিক ব্যাংকগুলোর এমডিদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, কোনো কোনো ব্যাংক অযৌক্তিকভাবে ঘোষিত বিল সেটিং বা বিসিতে বিক্রি দরের চেয়ে অযৌক্তিকভাবে বেশি দামে বিদেশের এক্সচেঞ্জ হাউস থেকে ডলার কিনছে। এর ফলে বিদেশি মুদ্রাবাজারের বিনিময় হারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। এ জন্য ঘোষিত দামে ডলার কেনার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি দৈনিক কী পরিমাণ ডলার কী দামে আনা হচ্ছে, তার তথ্য জমা দিতে বলে কেন্দ্রীয় ব্যাংক।
বেশ কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ডলারের ঘোষিত দাম ৮৮ টাকা। কিন্তু প্রবাসী আয় আনতে হচ্ছে ৯৫ টাকায়। এর চেয়ে বেশি দামে আমদানিকারকদের কাছে বিক্রি করতে হচ্ছে। ফলে এক সিদ্ধান্তে সাত টাকা দাম কমিয়ে আনা সম্ভব নয়। এ জন্য ডলার সরবরাহের পাশাপাশি আরও নানামুখী উদ্যোগ নিতে হবে
এমন পরিস্থিতিতে মঙ্গলবারের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বৃহস্পতিবার ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) সঙ্গে সভার প্রেক্ষাপটে সিদ্ধান্ত স্থগিত করা হলো।
ডলার–সংকট সামাল দিতে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করেছে সরকার। বাংলাদেশ ব্যাংক গাড়িসহ কিছু বিলাসপণ্য আমদানিতে ৭০ শতাংশ নগদ জমার বাধ্যবাধকতা দিয়েছে। এ ছাড়া ১৩৫টি পণ্য আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ করেছে এনবিআর।