আবাসন মেলায় ২০০ কোটি টাকার ফ্ল্যাট বুকিং
পাঁচ দিনের আবাসন মেলায় প্রায় ২০০ কোটি টাকার ফ্ল্যাট বুকিং পেয়েছে মেলায় অংশ নেওয়া আবাসন প্রতিষ্ঠানগুলো। আজ মেলার শেষ দিনে এ তথ্য জানিয়েছে মেলার আয়োজকেরা। তবে এ হিসাব আজ সোমবার বিকেল চারটা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে। মেলা শেষ হয়েছে রাত ৯টায়। তাই শেষ পর্যন্ত বুকিং আরও বাড়তে পারে।
গত বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ মেলার আয়োজন করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। শেষ দিনে আজ রিহ্যাবের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় প্রায় ৪০০ কোটি টাকার ফ্ল্যাট, প্লট ও বাণিজ্যিক জায়গার বুকিং মিলেছে। এর মধ্যে ১৯৮ কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে। আর প্লট বিক্রি ও বুকিং হয়েছে ১২৫ কোটি টাকার। আর বাণিজ্যিক জায়গা বিক্রি ও বুকিং হয়েছে ৭৪ কোটি ৩৮ লাখ টাকার। আর পাঁচ দিনের মেলায় ক্রেতা–দর্শনার্থী এসেছেন ১৯ হাজার ২৩৭ জন।
সংবাদ সম্মেলনে রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, মেলার আসল উদ্দেশ্য ছিল ব্র্যান্ডিং। মেলায় যেসব ক্রেতা–দর্শনার্থী এসেছেন, সবাই ফ্ল্যাট বা প্লটের ক্রেতা। কেউ হয়তো মেলায় বুকিং দিয়েছেন, কেউ হয়তো পরে কিনবেন। করোনার পর ক্রেতা–বিক্রেতাদের আবার এক জায়গায় করতে এ মেলার আয়োজন। এ মেলা মানুষের মধ্যে আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখবে।