ঈদের আগে বঙ্গবাজারের চাকরি হারানো কর্মচারীদের আর্থিক সহায়তার দাবি
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বঙ্গবাজার কমপ্লেক্সের চাকরি হারানো ১৫ হাজার দোকান কর্মচারীকে ঈদের আগে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা। তাঁরা জানিয়েছেন, দাবি আদায়ে ২০ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অভিমুখে পদযাত্রা করবেন ক্ষতিগ্রস্ত কর্মচারীরা।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শুক্রবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক। আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম, সহসভাপতি কামরুল হাসান, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লা প্রমুখ। সংবাদ সম্মেলনে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত বেশ কয়েকজন দোকান কর্মচারীও ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৪ এপ্রিল বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনার পর ক্ষতিগ্রস্ত মালিকেরা প্রধানমন্ত্রীর দপ্তর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকাসহ (এমসিসিআই) বিভিন্ন সংস্থা থেকে কয়েক কোটি টাকা সহায়তা পেয়েছেন। তবে ১৫ হাজার দোকান কর্মচারী ক্ষতিপূরণ বাবদ এক টাকাও পাননি। তাঁদের অনেকে বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। পবিত্র ঈদুল ফিতর তাঁরা বেতন-ভাতা ছাড়া কাটিয়েছেন। সামনে আসছে ঈদুল আজহা।