আইনশৃঙ্খলা ও অর্থনীতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক ব্যবস্থার আহ্বান ঢাকা চেম্বারের
ঢাকা মহানগর ও আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)। একই সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে তারা।
ডিসিসিআই শিগগিরই স্বাভাবিক অর্থনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে। খবর বিজ্ঞপ্তি
কোটা সংস্কার আন্দোলন ও সহিংসতায় দেশের অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। সাম্প্রতিক এ ঘটনাপ্রবাহে মানুষের প্রাণহানির সঙ্গে অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। এখন কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সরবরাহব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার জেরে অর্থনীতির আরও ক্ষতি হবে। বাড়বে মানুষের দুর্ভোগ।
এ পরিস্থিতিতে জাতির বৃহত্তর স্বার্থে অর্থনৈতিক কার্যক্রম পূর্ণোদ্যমে শুরু করা দরকার বলে মনে করে ঢাকা চেম্বার। সহিংসতায় যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে বেসরকারি খাতের বড় ধরনের সহায়তা দরকার। এ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো দরকার। এটাই এখন অগ্রাধিকার।
রাজনৈতিক স্থিতিশীলতা এলে ব্যবসায়ীদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা সম্ভব। এ পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক পুনরুদ্ধারপ্রক্রিয়া গ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার।
জাতীয় সমৃদ্ধির লক্ষ্যে ঢাকা চেম্বার–সংশ্লিষ্ট সব অংশীজন ও অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ।