২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পরিবারের সব সদস্যসহ সাবেক অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত

সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিফাইল ছবি

গণ–আন্দোলনে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ তাঁদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে।

বিএফআইইউর চিঠিতে আরও যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন আ হ ম মুস্তফা কামালের স্ত্রী কাশমিরী কামাল, তাঁদের দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল এবং টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশি, তাঁদের দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃষা মুনশি।

আজ বৃহস্পতিবার বিএফআইইউ দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ–সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এ ছাড়া এসব ব্যক্তিদের পিতা, মাতা, ছেলে ও মেয়ে এবং তাঁদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইইউ।

এ নির্দেশনার ফলে এসব হিসাবে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। চিঠিতে উল্লেখিত আট জনের পিতা, মাতা ও স্বামীর নাম; জাতীয় পরিচয়পত্র এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

বিএফআইইউ বলেছে, আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের প্রয়োজনে ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করার সময় সাধারণত বাড়ানো হয়। নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থগিত করা সব ব্যাংক হিসাব সম্পর্কিত তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণীর তথ্য বিএফআইইউর কাছে পাঠাতে হবে।