রাশিয়ায় ভিসা ও মাস্টারকার্ডের সেবা বন্ধ
আমেরিকার পেমেন্ট পরিষেবা ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ার বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ছেদ করেছে। প্রতিষ্ঠান দুটি বলছে, ইউক্রেনের ওপর মস্কোর চলমান আগ্রাসনের ফলে যুক্তরাষ্ট্র সরকারের অবরোধ কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে তারা। খবর রয়টার্সের
ভিসা বলছে, তারা দ্রুত নিজ সরকারের অবরোধের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। পাশাপাশি সংস্থাটি চলমান সংকটে ২০ লাখ ডলার মানবিক সহায়তা দেবে।
মাস্টারকার্ড আরও ২০ লাখ ডলারের আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
আলাদা এক বিবৃতিতে মাস্টারকার্ড জানিয়েছে, ‘আমরা সামনের দিনগুলোতে নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করব, যাতে রাশিয়ার প্রতিষ্ঠানগুলোর ওপর পূর্ণাঙ্গ বিধিনিষেধ বলবৎ থাকে।’
রয়টার্স জানিয়েছে, ২০২১ সালে মাস্টারকার্ডের নিট রাজস্বের ৪ শতাংশের মতো এসেছিল রাশিয়ার কার্ড ব্যবহারকারীদের কাছ থেকে। অন্যদিকে ইউক্রেনের ব্যবহারকারীদের মধ্য থেকে মাস্টারকার্ডের নিট রাজস্ব এসেছিল ২ শতাংশ।
যুক্তরাষ্ট্র সরকারের অবরোধের ফলে ভিসা রাশিয়ান যেসব আর্থিক প্রতিষ্ঠানের জন্য সেবার দরজা বন্ধ করেছে, তার মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকও আছে। এই তালিকায় আরও আছে দেশটির দ্বিতীয় শীর্ষ আর্থিক সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান ভিটিবি ব্যাংকও।
এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও কানাডা অবরোধের অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবা সুইফটের লেনদেন বন্ধ করেছে।
এই পরিস্থিতিতে গত রোববার থেকে রাশিয়ার ব্যাংকগুলোর এটিএম বুথের সামনে গ্রাহকদের লম্বা সারি দেখা গেছে। গ্রাহকদের মনে এখন শঙ্কা, ব্যাংকগুলো টাকা উত্তোলন সীমিত করতে পারে কিংবা ব্যাংক কার্ডগুলো অকার্যকর হয়ে যেতে পারে।
ইতিমধ্যে অনেক পশ্চিমা ব্যাংক ও বিমান সংস্থা ইউক্রেনের ওপর রাশিয়ার এই আক্রমণ অযাচিত উল্লেখ করে তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে। ইউরোপের বিভিন্ন দেশ ও কানাডা তাদের আকাশসীমা ব্যবহারে রাশিয়ান বিমানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে।