পশ্চিমা কিছু কোম্পানি রাশিয়া ছাড়তে পারছে না যে কারণে

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি বার্গার কিং কর্তৃপক্ষও বিদ্যমান চুক্তির কারণে ব্যবসা আপাতত রাশিয়ায় বন্ধ না করার কথা জানিয়েছে।
ছবি: গেটি ইমেজেস

ইউক্রেনে যুদ্ধ শুরুর জেরে অনেক পশ্চিমা ব্র্যান্ড ইতিমধ্যে রাশিয়া থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে। কিন্তু ফ্র্যাঞ্চাইজি চুক্তির কারণে মার্কস অ্যান্ড স্পেন্সার, বার্গার কিং, ম্যারিয়ট ও অ্যাকরের মতো বেশ কিছু বহুজাতিক ব্র্যান্ডকে এখনো দেশটিতে ব্যবসা চালু রাখতে বাধ্য হচ্ছে। খবর বিবিসির

ফ্র্যাঞ্চাইজি নিয়ম অনুসারে, কোনো কোম্পানির ব্র্যান্ড নাম ব্যবহার করে তৃতীয় কোনো পক্ষ ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকে। এ জন্য তারা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়। বিনিময়ে ব্র্যান্ডগুলো নির্দিষ্ট পরিমাণে অর্থ পায়। কিন্তু সেসব ব্যবসা পরিচালনা বা নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা তাদের থাকে না।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, মার্কস অ্যান্ড স্পেন্সার, বার্গার কিং, ম্যারিয়ট ও অ্যাকরসহ পশ্চিমা দেশগুলোর সব মিলিয়ে প্রায় এক হাজার বিক্রয়কেন্দ্র আছে রাশিয়ায়। এর মধ্যে বার্গার কিংয়ের ৮০০টি, মার্কস অ্যান্ড স্পেন্সারের ৪৮টি, ম্যারিয়টের ২৮টি ও অ্যাকরের ৫৭টি বিক্রয়কেন্দ্র রয়েছে। ফ্র্যাঞ্চাইজি নিয়মেই দীর্ঘদিন ধরে রাশিয়ায় ব্যবসা করে আসছিল এসব কোম্পানি। কিন্তু ইউক্রেন সংকটের মধ্যে ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে সহজে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারছে না এসব ব্র্যান্ড।

উদাহরণ হিসেবে বলা যায় তুরস্কের কোম্পানি এফআইবিএ-এর কথা। ১৯৯৯ সাল থেকে ব্রিটিশ বহুজাতিক কোম্পানি মার্কস আ্যান্ড স্পেন্সারের ব্র্যান্ড নাম ব্যবহার করে পূর্ব ইউরোপে খুচরা ব্যবসা পরিচালনা করে আসছে তারা। তবে চলমান ইউক্রেন সংকটে ব্যবসা বন্ধ করতে না পারলেও এফআইবিএর জন্য পণ্যের জাহাজীকরণ (শিপমেন্ট) সাময়িক স্থগিত করেছে মার্কস আ্যান্ড স্পেন্সার।

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি বার্গার কিং কর্তৃপক্ষও বিদ্যমান চুক্তির কারণে ব্যবসা আপাতত বন্ধ না করার কথা জানিয়েছে। তারা জানায়, দীর্ঘস্থায়ী এই আইনি চুক্তিগুলো অদূর ভবিষ্যতে সহজে পরিবর্তন করা যাবে না। এ ছাড়া ম্যারিয়ট, আইএইচজি ও অ্যাকরের মতো হোটেল চেইনগুলোও একই ধরনের চুক্তিতে আবদ্ধ আছে।

যুক্তরাজ্যের ফ্র্যাঞ্চাইজি বিশেষজ্ঞ গ্র্যামি পেইনি বলেন, সাধারণভাবে আপনি হয়তো ভাবছেন কেন প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধ করছে না? কিন্তু ব্যবসায়িক দিক থেকে ভাবলে দেখবেন, কোম্পানিগুলো আইনি জটিলতার কারণে কাজটি করতে পারছে না। যদি কোনো কোম্পানি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের চুক্তি ভঙ্গ করে, তাহলে তাদের ১০ বছর কিংবা তারও বেশি সময়ের জন্য মামলার মুখে পড়তে হতে পারে।

আন্তর্জাতিক আইনি সংস্থা বার্ড অ্যান্ড বার্ডের অংশীদার ভিক্টোরিয়া হবস বলেন, ‘যদিও বিভিন্ন চুক্তিতে প্রায় একটি ধারা থাকে যেখানে বলা হয়, ফ্র্যাঞ্চাইজি কোম্পানিগুলো যদি কোনো কারণে খ্যাতি নষ্ট করে, তবে তাদের আমরা চুক্তি থেকে বাতিল করতে পারি। কিন্তু রাশিয়ায় কোনো প্রতিষ্ঠানই তেমন কোনো কাজ করছে না।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন