এবার যাত্রীবাহী গাড়ির দাম বাড়াল টাটা

দাম বেড়েছে টাটার তৈরি বাণিজ্যিক গাড়িরও।
সংগৃহীত

যাত্রাবাহী গাড়ির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে টাটা মোটরস। গতকাল শনিবার ভারতের গাড়ি নির্মাতা বৃহৎ এ কোম্পানি এ ঘোষণা দিয়েছে। এর আগে কোম্পানিটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত গাড়ির দাম বাড়িয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তা কিছুটা পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মডেল ও ডিজাইনভেদে গড়ে গাড়ির দাম শূন্য দশমিক ৫৫ শতাংশ করে বাড়ানো হয়েছে। শনিবার থেকেই নতুন এ মূল্যবৃদ্ধি কার্যকর করা হয়।

কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ অবস্থায় বর্ধিত খরচ পোষাতে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে উৎপাদন খরচ যেভাবে বেড়েছে, তার তুলনায় গাড়ির দাম বাড়ানো হয়েছে কম।

টাটা মোটরস এরই মধ্যে বাণিজ্যিক কাজে ব্যবহৃত তাদের সব ধরনের গাড়ির অর্থাৎ কমার্শিয়াল গাড়ির দাম চলতি মাসে দেড় থেকে আড়াই শতাংশ করে বাড়ানো হয়েছে।

ভারতের বাজারে টাটা মোটরস নেক্সন, হ্যারিয়ার, সাফারিসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের গাড়ি বিক্রি করে থাকে। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত টাটা মোটরস এরই মধ্যে বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি পেয়েছে। কোম্পানিটির সদর দপ্তর ভারতের মুম্বাইয়ে। সর্বশেষ ২০২০–২১ অর্থবছরে কোম্পানিটি ৮ লাখ ৩৭ হাজারের বেশি গাড়ি বিক্রি করেছে।