তামা–অ্যালুমিনিয়াম কাঁচামাল আমদানিতে শুল্ক কমাবে চীন

চীনের জাতীয় পতাকাফাইল ছবি: রয়টার্স

আগামী বছর থেকে ইথেন ও কিছু পুনর্ব্যবহৃত (রিসাইকেলড) তামা ও অ্যালুমিনিয়াম কাঁচামালের আমদানি শুল্ক হ্রাস করবে চীন। গতকাল শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, উচ্চ-মানের পণ্য আমদানি বৃদ্ধি ও অভ্যন্তরীণ চাহিদা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক সমন্বয় করা হবে। নতুন এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

অন্তত ৯৩৫টি উপকরণের ক্ষেত্রে অস্থায়ী (সমন্বয় করা) আমদানি শুল্ক আরোপিত হবে। এর মধ্যে পরিবেশবান্ধব ও স্বল্প-কার্বন ব্যবহার উন্নয়নের জন্য ইথেন ও কিছু পুনর্ব্যবহৃত তামা ও অ্যালুমিনিয়ামের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হবে।

এর বিপরীতে গুড় ও চিনিযুক্ত পাউডারসহ কিছু ভোগ্যপণ্যে শুল্ক বাড়াবে অর্থ মন্ত্রণালয়। আবার সাইক্লিক ওলেফিন পলিমার, ইথিলিন-ভিনাইল অ্যালকোহল কপলিমার ও ফায়ার ট্রাকের মতো বিশেষ উদ্দেশ্যের যানবাহনের জন্য শুল্ক হ্রাস করা হবে।