দুই নতুন প্যাকেজ চালু, মাসিক ১৬ ডলারে বিজ্ঞাপনমুক্ত এক্স

এক্সরয়টার্স

অর্থের বিনিময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ব্যবহারের দুটি নতুন প্যাকেজ চালু করা হয়েছে। আগে টুইটার নামে পরিচিত ইলন মাস্কের এই প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য গ্রাহকেরা চাইলে বিজ্ঞাপনবিহীন সেবা নিতে পারবেন। শুক্রবার নতুন যে দুটি প্যাকেজ চালু হয়েছে, তার একটি প্রিমিয়াম প্লাস। যে গ্রাহকেরা এক্স ব্যবহারে বিজ্ঞাপন চান না, তাঁদের জন্য এ প্যাকেজ।

রয়টার্স জানিয়েছে, প্রিমিয়াম প্লাস ব্যবহারের জন্য গ্রাহকদের মাসে ১৬ ডলার গুনতে হবে। এতে বিজ্ঞাপন ছাড়া এক্সের সব সুবিধা পাওয়া যাবে। তবে শুরুতে এ সুবিধা পাওয়া যাবে ওয়েব ব্রাউজার থেকে এক্স ব্যবহারের ক্ষেত্রে।

বর্তমানে বেসিক প্যাকেজের জন্য গ্রাহকদের মাসে তিন ডলার করে দিতে হয়। তবে এ সেবা বিজ্ঞাপনমুক্ত নয়।

এক্স কিছু গ্রাহকের জন্য ভিডিও ও অডিও কলের সুবিধাও চালু করতে চায়। এর মাধ্যমে এক্সকে একটি সব কাজের প্ল্যাটফর্মে পরিণত করতে চান ইলন মাস্ক।

২০২২ সালের অক্টোবরে তৎকালীন টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করছেন ইলন মাস্ক। তার মধ্যে অন্যতম হলো বিজ্ঞাপনের ওপর নির্ভরশীলতা কমিয়ে গ্রাহক মাশুল চালু করা। গত বছরের নভেম্বর মাসেই তিনি ভেরিফায়েড প্রোফাইলের জন্য আট ডলার মাশুলের ঘোষণা দেন। এমনকি এ ঘোষণাসংবলিত টুইটে তিনি বলেছিলেন, অভিযোগ করে লাভ নেই, ৮ ডলার মাশুলের সিদ্ধান্ত বহাল থাকবে।