প্রথম দিনেই বাজিমাত ডোনাল্ড ট্রাম্পের কোম্পানির
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন মিডিয়া কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) শেয়ারবাজারে লেনদেনের প্রথম দিনেই ভালো করেছে। গতকাল মঙ্গলবার শেয়ারবাজারে অভিষেকের দিন টিএমটিজির শেয়ারের দাম বেড়েছে ৫৯ শতাংশ।
বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের কল্যাণে প্রথম দিনেই শেয়ারের দাম এতটা বেড়েছে। বিভিন্ন মামলায় জরিমানা হওয়ায় ডোনাল্ড ট্রাম্প এখন রীতিমতো সমস্যাজর্জর, এই পরিস্থিতিতে শেয়ারের দাম বাড়ায় ট্রাম্প বড় অঙ্কের মুনাফা করতে পারবেন। তাঁর পক্ষে মামলার খরচ নিয়ে আর বিশেষ চিন্তা করতে হবে না।
গতকাল ট্রাম্পের কোম্পানির শেয়ারের দাম ৭৯ দশমিক ৩৮ ডলার পর্যন্ত ওঠে। এর ফলে কোম্পানিটির বাজার মূলধন ১০ বিলিয়ন বা ১ হাজার কোটি ডলারে উন্নীত হয়। অথচ ২০২৩ সালের প্রথম ৯ মাসে ট্রাম্পের কোম্পানির পরিচালন ক্ষতি হয়েছে ১ কোটি ৬ লাখ ডলার। এ সময় তাঁর রাজস্ব আয় হয়েছে মাত্র ৩৪ লাখ ডলার। এর ফলে শেয়ারবাজারে অভিষেকের প্রথম দিনেই এ ধরনের একটি কোম্পানির শেয়ারের দাম ৫৯ শতাংশ বৃদ্ধি পাওয়া এবং বাজার মূলধন ১ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়া খুবই অস্বাভাবিক বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।
গতকাল অবশ্য দিন শেষে ট্রাম্পের কোম্পানির শেয়ারের মূল্য কমে যায়। শেষ পর্যন্ত তা ১৬ শতাংশ বাড়তি দামে থিতু হয়; বাজার মূলধন দাঁড়ায় ৮০০ কোটি ডলারে।
একীভূত কোম্পানি টিএমটিজিতে ডোনাল্ড ট্রাম্পের হিস্যা প্রায় ৫৯ শতাংশ। এর ফলে সর্বশেষ হিসাবে ট্রাম্পের শেয়ারের বাজারমূল্য দাঁড়িয়েছে ৬০০ কোটি ডলারে। কিন্তু আগামী ছয় মাসে ট্রাম্পের শেয়ার বিক্রয় ও এর বিপরীতে ঋণ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। এর ফলে এখনই ট্রাম্পের পক্ষে শেয়ার বিক্রি করে জরিমানা দেওয়া সম্ভব নয়।
২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় এবং গুজব ও উসকানিমূলক বক্তব্য প্রচারের দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমান এক্স) ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। কিন্তু যে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর ভর করে ট্রাম্পের উত্থান, সেই মাধ্যম থেকে দূরে থাকতে পারেননি তিনি। সে জন্য তিনি নিজেই একটি সামাজিক যোগাযোগমাধ্যম খুলে বসেন, যার নাম দেন ট্রুথ সোশ্যাল।
২০২১ সালে বাজারে আসার পর থেকে ট্রুথ সোশ্যাল তেমন একটা সুবিধা করতে পারছিল না। এ সময়ে তাদের বিক্রয়লব্ধ আয় ছিল ৫০ লাখ ডলার। ফেব্রুয়ারি মাসে ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদন পায় ট্রুথ সোশ্যাল। এর পর থেকে ডিজিটাল ওয়ার্ল্ডের শেয়ারের দাম বাড়ছে।
রয়টার্সের সংবাদে বলা হয়েছে, ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে একীভূত হওয়ার পর এই দুই কোম্পানির সম্মিলিত শেয়ারমূল্য ৬০০ শতাংশ বা ছয় গুণ বেড়েছে। এর ফলে মিমে স্টক হিসেবে ট্রুথ সোশ্যালের যে জনপ্রিয়তা তৈরি হয়েছিল, তা আরও পাকাপোক্ত হয়েছে; অর্থাৎ যে স্টকের দাম সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট দ্বারা প্রভাবিত হতে পারে।
২০২১ সালে ডিজিটাল ওয়ার্ল্ড ট্রাম্পের টিএমটিজির সঙ্গে একীভূত হওয়ার লক্ষ্যে চুক্তি করার পর দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তারা কোম্পানির প্রধান নির্বাহীকে সরিয়ে দেওয়ার পাশাপাশি পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। এ ছাড়া ভুল তথ্য প্রকাশের দায়ে তাদের ১ কোটি ৮০ লাখ ডলার জরিমানাও হয়।