গাড়ির দাম আবারও কমিয়েছে টেসলা
বিশ্বের বড় বড় বাজারে আবারও গাড়ির দাম কমিয়েছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা। মূলত গাড়ি বিক্রি কমে যাওয়ায় বাজার ধরে রাখতে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির বাজারে গাড়ির দাম কমিয়েছে মার্কিন এই কোম্পানি। তবে সব বাজারে একই হারে দাম কমায়নি তারা; একেক বাজারে এককে হারে দাম কমানো হয়েছে।
বিবিসির সংবাদে বলা হয়েছে, বছরের প্রথম তিন মাসে বিশ্ববাজারে গাড়ি বিক্রি অনেকটা কমে যাওয়ায় দাম কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে টেসলা। বছরের প্রথম প্রান্তিকে টেসলা মাত্র ৩ লাখ ৮৭ হাজার বৈদ্যুতিক গাড়ি ক্রেতাদের হাতে তুলে দিতে পেরেছে। ফলে গত বছরের একই সময়ের তুলনায় টেসলার গাড়ি বিক্রি কমেছে ৮ শতাংশ।
চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানিগুলোর সঙ্গে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছে টেসলা। চীনা কোম্পানির গাড়ির দাম কম হওয়ায় কুলিয়ে উঠতে পারছে না তারা। সে কারণে আবারও দাম কমানোর সিদ্ধান্ত নিল টেসলা।
টেসলার কর্ণধার ইলন মাস্ক নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, চাহিদার সঙ্গে উৎপাদনের সামঞ্জস্য রাখতে টেসলার গাড়ির দাম সময়–সময় পরিবর্তন করতে হবে।
আগামীকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেন শেষ হওয়ার পর টেসলা বছরের প্রথম প্রান্তিকের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করবে।
সংবাদে বলা হয়েছে, চীনের বাজারে পরিবর্তিত মডেল ৩-এর গাড়ির দাম ১৪ হাজার ইউয়ান কমানো হয়েছে; এই গাড়ির দাম বর্তমানে ২ লাখ ৩১ হাজার ৯০০ ইউয়ান। যুক্তরাষ্ট্রের বাজারে মডেল ওয়াই, মডেল এক্স এবং মডেল এসের গাড়ির দাম গত শুক্রবার ২ হাজার ডলার কমানো হয়েছে। এ ছাড়া রয়টার্সের সূত্রে জানানো হয়েছে, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অনেক দেশে টেসলার গাড়ির দাম কমানো হয়েছে।
টেসলা এক বছর ধরে গাড়ির দাম কমাচ্ছে। চীনের সস্তা গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে তারা আগ্রাসীভাবে দাম কমাচ্ছে, এমনকি সে জন্য তারা মুনাফায়ও ছাড় দিচ্ছে।
বৈদ্যুতিক গাড়ির জগতে টেসলার গাড়িগুলো কিছুটা পুরোনো হয়ে গেছে। সেই গাড়িগুলোর আধুনিকায়নে কিছুটা ধীরগতিতে এগোচ্ছে টেসলা, অথচ তার প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনের বিওয়াইডি এবং নিও সস্তা দামের বিভিন্ন মডেলের গাড়ি বাজারে আনছে। চীনের স্মার্টফোন কোম্পানি শাওমিও গত মাসে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ি বাজারে এনেছে।
তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে টেসলা সারা বিশ্বে অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ঘোষণা করেছে।