ইসরায়েলে ইরানি হামলার আশঙ্কায় জ্বালানি তেলের দাম বেড়েছে
ইরান এই সপ্তাহান্তে সরাসরি ইসরায়েলের ওপর হামলা চালাবে এবং তা মোকাবিলায় ইসরায়েল প্রস্তুতি নিচ্ছে-এমন খবরে আজ শুক্রবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। খবর সিএনবিসির
গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পরই মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেয়। ইসরায়েল-ইরান দ্বন্দ্বের খবরে গত কিছুদিন ধরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।
আগামী মাসে যে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) জ্বালানি তেল সরবরাহ করবে সেটির প্রতি ব্যারেলের দাম আজ শুক্রবার ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৫ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে জুনে যে ব্রেন্ট ক্রুড তেল সরবরাহ হবে, সেটির প্রতি ব্যারেলের দাম এদিন ১ দশমিক শূন্য ৪ ডলার বা ১ দশমিক ১৬ ডলার বেড়ে ৯০ দশমিক ৭৯ ডলারে উঠেছে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বিষয়টির সঙ্গে জড়িত একজন ব্যক্তির বরাতে বলা হয়েছে, ইরান শুক্র বা শনিবার ইসরায়েলের দক্ষিণ বা উত্তরাঞ্চলে সরাসরি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ওই ব্যক্তি ইরানের নেতৃত্বের পর্যায় থেকে জানতে পেরেছেন যে ইসরায়েলে ইরানের হামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আক্রমণের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত সপ্তাহে সিরিয়ার দামেস্কে তাঁদের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন। ওই ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন ইরানি সামরিক কর্মকর্তা নিহত হন। কনস্যুলেটে হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে।
এদিকে এই সপ্তাহের শুরুতে ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করে যে ইসরায়েলের সামরিক ও সরকারি লক্ষ্যবস্তুতে ইরান বা তাদের সমর্থনপুষ্ট কোনো পক্ষের আক্রমণ ‘অত্যাসন্ন’।
যুক্তরাষ্ট্রের সাবেক বুশ প্রশাসনের জ্বালানিবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা ও বর্তমানে র্যাপিডান এনার্জির প্রেসিডেন্ট বব ম্যাকন্যালি বলেন, ইরান যদি সরাসরি ইসরায়েলে সামরিক হামলা চালায়, তাহলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ১০০ মার্কিন ডলারে উঠে যেতে যারে। আর যদি উত্তেজনা বেড়ে বৈশ্বিক তেল-বাণিজ্যের অন্যতম রুট হরমুজ প্রণালিতে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটে, তাহলে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে ১২০ থেকে ১৩০ ডলারেও উঠতে পারে।