ব্রিকসের নতুন সদস্য হচ্ছে ইন্দোনেশিয়া, আবেদন অনুমোদন করেছে জোট

ব্রিকসফাইল ছবি: রয়টার্স

গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশগুলোর জোট ব্রিকসে যোগ দেবে ইন্দোনেশিয়া। ব্রাজিলের সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়েছে, এশিয়ার অন্যতম বড় এই দেশ ব্রিকসের পূর্নাঙ্গ সদস্য হিসেবে জোটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে জোটটি আরও সম্প্রসারিত হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইন্দোনেশিয়া এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। আজ মঙ্গলবার দেওয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অন্যান্য উন্নয়নশীল দেশের সঙ্গে সহযোগিতা ও অংশীদারত্ব বাড়ানোর জন্য ব্রিকসের সদস্যপদ একটি কৌশলগত পদক্ষেপ।’

ব্রাজিল ছাড়াও ব্রিকসের পুরোনো সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। পরে এই জোটে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বিশ্বের চতুর্থ জনবহুল দেশ ইন্দোনেশিয়া। দেশটি এর আগে ব্রিকস জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল। তথাকথিত গ্লোবাল সাউথ বা বৈশ্বিক দক্ষিণের স্বার্থ এগিয়ে নেওয়া এবং উদীয়মান দেশগুলোকে শক্তিশালী করার একটি পদক্ষেপ হিসেবে ইন্দোনেশিয়া এ জোটে যোগ দিতে চেয়েছিল।

২০২৫ সালের জন্য ব্রিকসের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে ব্রাজিল। দেশটি একটি বিবৃতিতে বলেছে, ঐকমত্যের ভিত্তিতে সদস্যদেশগুলো ইন্দোনেশিয়ার আবেদন অনুমোদন করেছে। ২০২৩ সালে জোহানেসবার্গে ব্রিকসের শীর্ষ সম্মেলনে জোটের সম্প্রসারণের বিষয়ে সদস্যদেশগুলো একমত হয়েছিল।

ব্রাজিলের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ব্রিকসে যোগ দিতে জাকার্তার আবেদনে ২০২৩ সালেই সদস্যদেশগুলো সবুজ সংকেত দিয়েছিল। কিন্তু ইন্দোনেশিয়া তখন সিদ্ধান্ত নিয়েছিল, গত বছরে হওয়া প্রেসিডেন্ট নির্বাচনের পর তারা জোটে যোগ দেবে। প্রাবোয়ো সুবিয়ান্তো গত অক্টোবরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

ব্রাজিলের বিবৃতিতে বলা হয়, ‘বৈশ্বিক সুশাসনবিষয়ক প্রতিষ্ঠানগুলোর সংস্কারের বিষয়ে ইন্দোনেশিয়া জোটের অন্য দেশগুলোর অবস্থানকে সমর্থন করে। এ ছাড়া গ্লোবাল সাউথের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইন্দোনেশিয়া ইতিবাচকভাবে ভূমিকা রাখে।’