জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চীনা চিপ কোম্পানিকে শেয়ার বিক্রির নির্দেশ দিল ব্রিটেন
চীনে নিবন্ধিত একটি চিপ কোম্পানিকে সিংহভাগ শেয়ার বিক্রি করে দেওয়ার নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। এফটিডিআই নামের এই কোম্পানিটি স্কটল্যান্ডে অবস্থিত। জাতীয় নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে এটির ৮০ শতাংশের বেশি শেয়ার বিক্রি করে দেওয়ার জন্য মালিক প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
রয়টার্স জানিয়েছে, এই চিপ কোম্পানির মালিক প্রতিষ্ঠান ফিউচার টেকনোলজি ডিভাইসেস ইন্টারন্যাশনাল হোল্ডিং লিমিটেডকে বুধবার এই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, একদি নির্দিষ্ট সময়ের মধ্যে ও সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে এফটিডিআইয়ের ৮০ দশমিক ২ শতাংশ শেয়ার বিক্রির বাধ্যবাধকতার কথা জানিয়ে আদেশ দেওয়া হয়েছে।
ব্রিটিশ সরকার বলেছে, যুক্তরাজ্যে তৈরি সেমিকন্ডাক্টর প্রযুক্তি ও সংশ্লিষ্ট বুদ্ধিবৃত্তিক সম্পদ এমনভাবে ব্যবহার করা হতে পারে, যা দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই বিষয়টি নিয়ে সরকার উদ্বিগ্ন।
চীনকে নিয়ে পশ্চিমা বিশ্বের প্রযুক্তিগত উদ্বেগ অবশ্য নতুন কিছু নয়। গত মাসে বাইডেন প্রশাসন জানিয়েছিল যে জানুয়ারি মাস থেকে চীনের সেমিকন্ডাক্টর, কোয়ান্টাম প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ নিষিদ্ধি করা হবে যদি তা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য একটি হুমকি হিসেবে বিবেচিত হয়।
সাউথ চায়না মনিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তি উদ্ভাবনে চীনের অগ্রগতি ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র যে কতটা উদগ্রীব, তা এই পদক্ষেপের মাধ্যমে বোঝা যাচ্ছে। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে হুমকি সৃষ্টি করতে পারে চীন, হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে এমন ‘কিছু নির্দিষ্ট প্রযুক্তি ও পণ্য’ বিনিময়ের আগে অর্থ মন্ত্রণালয়কে জানাতে হবে।
মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, সেমিকন্ডাক্টর, মাইক্রোইলেকট্রনিকস ও কোয়ান্টাম তথ্যপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রযুক্তি লেনদেনের ক্ষেত্রে এই বিধিনিষেধ কার্যকর হবে। বলা হয়েছে, এসব প্রযুক্তি ‘পরবর্তী প্রজন্মের সামরিক, নজরদারি, গোয়েন্দা ও নির্দিষ্ট কিছু সাইবার নিরাপত্তা’ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। পরের প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্যও এসব প্রযুক্তি গুরুত্বপূর্ণ।