এশিয়ার শেয়ারবাজারে বড়দিনের প্রভাব, বেড়েছে বেশির ভাগ সূচক

শেয়ারবাজারগ্রাফিকস: প্রথম আলো

বড়দিনের পরদিন বক্সিং ডেতে এশিয়ার শেয়ারবাজারে চাঙা ভাব দেখা গেছে, যদিও বৃহস্পতিবার হংকং ও সিডনির মতো গুরুত্বপূর্ণ শেয়ারবাজার বন্ধ ছিল।

জাপানের নিক্কেই সূচক আজ ১ দশমিক ১২ শতাংশ শতাংশ বেড়েছে। মূলত বড়দিনের আগের দিন ওয়াল স্ট্রিটে প্রযুক্তি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির প্রভাব নিক্কেই সূচকে পড়েছে। সেই সঙ্গে জাপানি গাড়ি কোম্পানি টয়োটার শেয়ারের দাম বৃদ্ধি পাওয়ার কারণেও নিক্কেই সূচকের মান বেড়েছে। এ ছাড়া ২০২৫ সালে চীন বিপুল পরিমাণে বন্ড ছাড়ার যে ঘোষণা দিয়েছে, তার প্রভাবও জাপানের শেয়ারবাজারে পড়েছে। খবর এমএসএন

ভারতের শেয়ারবাজারে সকালে চাঙা ভাব থাকলেও বিকেলের দিকে তা কিছুটা থিতিয়ে আসে। মূল দুটি সূচকের মধ্যে সেনসেক্স অপরিবর্তিত ছিল, নিফটির মান কিছুটা বেড়েছে।

এশিয়ার অন্যান্য শেয়ারবাজারের মধ্যে আজ সাংহাই সূচক বেড়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ, এইচএসআই সূচক বেড়েছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ, শেনঝেন সূচক শূন্য দশমিক ৬৭ শতাংশ, এএসএক্স ২০০ সূচক শূন্য দশমিক ২৪ শতাংশ।

বাজার বিশ্লেষকেরা বলছেন, এশিয়ার বাজারের বড় একটি অংশ এখনো ছুটির আমেজ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার এশিয়ার শেয়ারবাজার বেশ ভালো করেছে। বিশেষ করে চীনের বন্ড ছাড়ার খবরের ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

দেখা যায়, বড়দিনের আগে ও পরে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারে চাঙা ভাব থাকে; পশ্চিমা বিশ্বে তা সান্তা র‍্যালি বা সান্তা ক্লজের প্রভাব হিসেবে পরিচিত। বিশ্লেষকেরা বলছেন, বছরের শেষ ভাগে শেয়ারবাজার চাঙা থাকতে পারে।

এদিকে ব্যাংক অব জাপানের গভর্নর কাজুও উয়েদা সম্প্রতি নীতি সুদহার বৃদ্ধির বিষয়ে কিছু বলেননি, যদিও ধারণা ছিল, আগামী বছরের শুরুতে নীতি সুদহার বাড়ানো হতে পারে। অর্থাৎ জাপানের বাজারে বিনিয়োগযোগ্য অর্থের প্রবাহে টান পড়বে না, সে কারণেও বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

টয়োটার এক ঘোষণার প্রভাবও পড়েছে শেয়ারবাজারে। কোম্পানিটি দ্বিগুণ লভ্যাংশ দেওয়ার কথা জানিয়েছে। ফলে তাদের শেয়ারের দাম ৫ শতাংশ বেড়েছে।