এই প্রথম আরব আমিরাতের তেল রুপিতে কিনল ভারত
এই প্রথম সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নিজস্ব মুদ্রা রুপিতে অপরিশোধিত জ্বালানি তেল কিনল ভারত। এর মধ্য দিয়ে ভারত রুপিকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। তবে শুধু আরব আমিরাত নয়, দেশটি অন্যান্য দেশের কাছ থেকেও রুপিতে তেল কেনার চেষ্টা করছে।
ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, রুপির আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে তাদের কোনো লক্ষ্য নেই, এটি কেবল একটি প্রক্রিয়া।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ভোক্তা। চাহিদার ৮৫ ভাগ তেল তারা বিদেশ থেকে আমদানি করে থাকে, তবে দেশটি এ ক্ষেত্রে ত্রিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। সেগুলো হলো—সবচেয়ে সস্তা দামে তেল কেনা, আমদানির উৎস বহুমুখীকরণ ও আন্তর্জাতিক মূল্যসীমা ভঙ্গ না করা, অর্থাৎ রাশিয়ার তেলের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব যে দাম নির্ধারণ করে দিয়েছে, তা মেনে চলা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অনেক পশ্চিমা দেশ রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিলেও ভারত সস্তায় রুশ তেল কিনে শত শত কোটি ডলার বাঁচিয়েছে। এখন ভারত ডলার রূপান্তরের খরচ বাঁচাতে নিজ মুদ্রা রুপিতে তেল কেনার চেষ্টা করছে।
চলতি বছরের জুলাইয়ে ভারতীয় মুদ্রায় অপরিশোধিত তেল কিনতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে চুক্তি করে ভারত। এরপরই আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে ভারতীয় মুদ্রায় তেল কিনে তা আমদানির প্রক্রিয়া শুরু করে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন।
সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি রাশিয়া থেকেও বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে ভারত। সে দেশের বেশ কয়েকটি কোম্পানিকে ভারতীয় মুদ্রায় তেলের দাম মেটানো হয়েছে। রাশিয়ার সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্য পুরোপুরি ভারতীয় মুদ্রায় চালু করা নিয়ে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত মস্কো তাতে রাজি হয়নি বলে এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
কয়েক দশক ধরে মার্কিন ডলারেই অপরিশোধিত তেল কিনছে ভারত। বিশেষজ্ঞদের দাবি, এতে কিছুটা হলেও ক্ষতি হচ্ছিল ভারতীয় অর্থনীতির। ডলারের বিনিময় হার ওঠানামার কারণে অনেক সময়ই ভারতীয় কোম্পানিগুলোকে প্রয়োজনের চেয়ে বেশি অর্থ দিতে হচ্ছিল।
এই পরিস্থিতিতে বিভিন্ন দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করেছে ভারত। চলতি বছর বাংলাদেশের সঙ্গে ভারতের রুপিতে বাণিজ্যিক লেনদেন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশসহ মোট ১৯টি দেশের সঙ্গে রুপিতে লেনদেন করছে ভারত। ২০২২ সালের জুলাইয়ে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ লক্ষ্যে বিশেষ ব্যবস্থা গ্রহণ করে, যদিও তার আগে থেকেই ভারত বেশ কয়েকটি দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করছে।
বাংলাদেশ ছাড়া আরও যেসব দেশের সঙ্গে ভারত এখন রুপিতে লেনদেন করছে, সেগুলো হলো—আফগানিস্তান, বাহরাইন, কিউবা, মিসর, ইরান, ইরাক, কুয়েত, ওমান, কাতার, রাশিয়া, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, তানজানিয়া, উজবেকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কা।