ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে মুম্বাইয়ে

ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলেছবি: রয়টার্স

অবশেষে ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে মুম্বাই শহরে। বিক্রয়কেন্দ্রটির চেহারা কেমন হবে, তার একাধিক ছবিও গত বুধবার প্রকাশ করেছে অ্যাপল ইনকরপোরেটেড। খবর রয়টার্সের।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে চালু হচ্ছে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র। এ বিপণিবিতানে মাইকেল কোরস, কেট স্পেড ও স্বরভস্কির মতো অভিজাত পোশাক-জুয়েলারি ব্র্যান্ডের বিক্রয়কেন্দ্র রয়েছে।

মুম্বাইয়ে অ্যাপলের বিক্রয়কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছে, চলতি মাসেই এটির উদ্বোধন হবে।

ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে
ছবি: রয়টার্স

বিশ্বে চীনের পর স্মার্টফোনের দ্বিতীয় বৃহত্তম বাজার ভারত। তবে উচ্চমূল্যের কারণে ভারতের স্মার্টফোনের মাত্র ৩ শতাংশ বাজার অ্যাপলের দখলে।

আইফোনসহ অ্যাপলের অন্যান্য পণ্য ভারতের ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন, ওয়ালমার্ট ও ফ্লিপকার্টের মাধ্যমে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছে। তবে অ্যাপলের অফিশিয়াল কোনো বিক্রয়কেন্দ্র ছিল না।

২০২১ সালে ভারতে বিক্রয়কেন্দ্র চালু করতে চেয়েছিল অ্যাপল। তবে করোনা মহামারির কারণে সেটি পিছিয়ে যায়।

এদিকে গিজমোচায়না জানিয়েছে, মুম্বাইয়ে অ্যাপলের বিক্রয়কেন্দ্রটির আয়তন ২২ হাজার বর্গফুট। গত জানুয়ারি থেকে এ বিক্রয়কেন্দ্রের বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া শুরু করে অ্যাপল।

মুম্বাইয়ের পর নয়াদিল্লির সিটিওয়াক মলে দ্বিতীয় বিক্রয়কেন্দ্র চালু করার পরিকল্পনা করছে অ্যাপল। সেটির আয়তন হবে ১০ হাজার থেকে ১২ হাজার বর্গফুট। জুনের মধ্যে নয়াদিল্লির বিক্রয়কেন্দ্রটি চালু হতে পারে।

আরও পড়ুন