তুরস্কে নভেম্বর মাসে মূল্যস্ফীতি কমে ৪৭ শতাংশ হয়েছে

তুরস্কের মূল্যস্ফীতি ছয় মাস ধরে কমছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী নভেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ৪৭ দশমিক ১ শতাংশ। পণ্য ও সেবার মূল্য নিয়ন্ত্রণে রাখতে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক রীতিমতো লড়াই চালিয়ে যাচ্ছে, যার অন্যতম হাতিয়ার ঋণের সুদের হার অত্যন্ত উঁচুতে ধরে রাখা।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, অক্টোবর মাসে তুরস্কে মূল্যস্ফীতি ছিল ৪৮ দশমিক ৬ শতাংশ। ফলে সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতির রাশ টেনে ধরার যে চেষ্টা দেশটির কেন্দ্রীয় ব্যাংক শুরু করেছে, তাতে আপাতত ফল পাওয়া যাচ্ছে।

সুদের হার বাড়িয়ে সাধারণত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান এই নীতির বিপক্ষে ছিলেন। তবে গত বছর তিনি সুদের হার বাড়ানোর বিপক্ষে নেওয়া অবস্থান থেকে সরে আসেন। এর পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে শুরু করে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রধানতম সুদের হার ৮ মাস ধরে ৫০ শতাংশে ধরে রাখা হয়েছে।

বর্তমান ও আগামী বছরে মূল্যস্ফীতি বাড়তি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পণ্যমূল্য যতটা কমবে বলে প্রত্যাশা করা হয়েছিল, মূল্য ততটা কমছে না।

কেন্দ্রীয় ব্যাংক এখন মনে করছে, ২০২৪ সালের শেষে মূল্যস্ফীতি হবে ৪৪ শতাংশ। আগস্ট মাসে ধারণা করা হয়েছিল যে বছর শেষে মূল্যস্ফীতি ৩৮ শতাংশে দাঁড়াতে পারে।

অন্যদিকে, ২০২৫ সালের শেষে মূল্যস্ফীতি ২১ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। আগে ধারণা করা হয়েছিল যে আগামী বছরের শেষে মূল্যস্ফীতি ১৪ শতাংশে নেমে আসবে।