চীনের প্রবৃদ্ধির আভাসে বেড়েছে তেলের দাম
চীনে বিদ্যমান সুদের হার অপরিবর্তিত রাখা হবে। একই সঙ্গে দেশের ভেতরে ব্যবহারের জন্য গ্যাসসহ অধিকাংশ জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো হবে। দেশটির শীর্ষ কর্মকর্তাদের এমন ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম এক দফা বেড়েছে। খবর রয়টার্সের
গতকাল সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) মূল্য প্রতি ব্যারেলে ৫৩ সেন্ট বা দশমিক ৬ শতাংশ বেড়ে ৯২ দশমিক ১৬ ডলার হয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দর প্রতি ব্যারেল এখন ৮৫ দশমিক ৯৫ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের মূল্য প্রতি ব্যারেলে ৩৪ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ৬ দশমিক ৪ শতাংশ কমেছিল। এখন আবার বাড়ল তেলের দাম। কিছুদিন ধরে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাগ্যুদ্ধ তেলের বাজারে অস্থিরতা আরও বাড়াতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা।
যুক্তরাজ্যভিত্তিক আর্থিক পরিষেবা সংস্থা, সিএমসি মার্কেটসের বিশ্লেষক টিনা টেং বলেছেন, তেলের দাম বাড়ার পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করেছে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেসে প্রেসিডেন্ট শি চিন পিং অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে জোর দিয়েছেন। পাশাপাশি দেশটির তৃতীয় প্রান্তিকে জিডিপির আগের চেয়ে বেশি প্রবৃদ্ধির আভাস মিলেছে।
অন্যদিকে চীনের কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার জানিয়েছে, দেশটি মধ্যমেয়াদি নীতি ঋণের মেয়াদপূর্তি নিয়ে বিদ্যমান নিয়ম অপরিবর্তিত রাখবে। একই সঙ্গে করোনার কারণে বিভিন্ন আর্থিক নীতিতে যে শিথিলতা দেওয়া হয়েছে, তা বজায় রাখবে কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ বিদ্যমান সুদের হারও একই থাকবে।
একই সঙ্গে অভ্যন্তরীণ ব্যবহারের জন্য কয়লা, তেল, গ্যাস ও বিদ্যুৎসহ অধিকাংশ জ্বালানি পণ্যের সরবরাহ বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।