খরার মধ্যেও মুনাফা বেড়েছে পানামা খাল কর্তৃপক্ষের

পানামা খালফাইল ছবি: এএফপি

খরার মধ্যেও পানামা খালের নিট মুনাফা বেড়েছে। গত সেপ্টেম্বরে শেষ হওয়া অর্থবছরে পানামা খান কর্তৃপক্ষের মুনাফা প্রায় ৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ দশমিক ৪৫ বিলিয়ন বা ৩৪৫ কোটি ডলারে উঠেছে।

তীব্র খরার কারণে খাল দিয়ে যাতায়াতকারী জাহাজের সংখ্যা কমলেও মুনাফা বেড়েছে। গতকাল শুক্রবার পানামা খাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

গত অর্থবছর ছিল খালের ইতিহাসের তৃতীয় শুষ্কতম বছর। ফলে জাহাজ চলাচলের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন ছিল, সেই পরিমাণ পানি সরবরাহ ছিল না। ফলে খাল কর্তৃপক্ষ ২০২৩ সালের শেষ থেকে ২০২৪ সালের প্রথম ভাগ পর্যন্ত প্রতিদিন জাহাজ চলাচলের অনুমোদন কমানোর পাশাপাশি জাহাজের ডুবে থাকা অংশের সীমা কমাতে বাধ্য হয়েছে।

চলতি বছরের শেষভাগে বৃষ্টি বেড়ে যাওয়ায় খালের পানি সরবরাহ বেড়ে যায়। এরপর এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পানি কম থাকায় তার আগে কিছু জাহাজকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। ফলে অনেক জাহাজের জন্য বিকল্প পথ খোঁজার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছিল।

এ সময়ে পানামা খাল দিয়ে দৈনিক গড়ে ২৭ দশমিক ৩টি জাহাজ চলাচল করেছে। এসব জাহাজে মোট ৪২৩ মিলিয়ন বা ৪২ কোটি ৩০ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। গত বছর এসব খাল দিয়ে দৈনিক প্রায় ৩৬টি জাহাজ চলাচল করেছে। কিন্তু এই সময় খালের পরিচালনা ব্যয় ৫ শতাংশ কমানো হয়। ফলে খাল কর্তৃপক্ষ অর্থনৈতিক ক্ষতি এড়াতে পেরেছে।

পানামা খাল কর্তৃপক্ষের অর্থ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ভিয়াল বলেন, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, খালের আয় ১৮ মিলিয়ন বা ১ কোটি ৮০ লাখ ডলার বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৯৯ বিলিয়ন বা ৪৯৯ কোটি ডলারে উঠেছে। খাল দিয়ে দৈনিক ৩৬টি জাহাজ চলাচলের অনুমোদন থাকলেও তা হচ্ছে না। এ পরিস্থিতিতে খাল কর্তৃপক্ষ জাহাজগুলোকে ফেরাতে প্রণোদনা দিচ্ছে। যেমন বাল্ক ক্যারিয়ার ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ট্যাংকারগুলোর জন্য প্রণোদনা দেওয়া হচ্ছে, যাতে তারা আবার পানামা খালে ফেরত আসে। খালের আধুনিকীকরণের লক্ষ্যে আগামী ৭ বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন বা ৮৫০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার মধ্যে নতুন অবকাঠামো তৈরির প্রকল্পও আছে।

ভিয়াল আরও বলেন, ধীরে ধীরে খালে জাহাজের চলাচল বাড়ছে। দীর্ঘমেয়াদি সংরক্ষণব্যবস্থা চালু করা হয়েছে। ফলে জাহাজ কর্তৃপক্ষ এক বছর আগেই খাল দিয়ে পারাপারের আসন সংরক্ষণের নিলামে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এ ছাড়া কিছু সংরক্ষণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে এই অর্থবছরে পানির ব্যবহার ১২ শতাংশ কমেছে।

আবহাওয়াজনিত সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে পানামা কর্তৃপক্ষ ১ দশমিক ৬ বিলিয়ন বা ১৬০ কোটি ডলারের বাজেটের রিও ইন্ডিও নদীতে বাঁধ নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করছে। নতুন এই জলাধার তৈরির জন্য খাল এলাকার আশপাশে বসবাসরত শত শত পরিবারকে স্থানান্তর করতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।