রাশিয়ায় বিক্রি বন্ধ করে দিয়েছে এইচঅ্যান্ডএম
রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে সুইডেনভিত্তিক পোশাকের বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। বুধবার এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধ শুরুর কারণে রাশিয়ায় সব ধরনের পণ্য বিক্রি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। খবর বিবিসির।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএম। ইউক্রেনের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে কোম্পানিটি বলেছে, বিক্রি বন্ধের মাধ্যমে তারা ‘দুর্ভোগগ্রস্ত সমস্ত লোকের সঙ্গে’ দাঁড়িয়েছে। এর আগে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পরপরই গ্রাহক ও কর্মীদের নিরাপত্তার কারণে ইউক্রেনের দোকানগুলোও অস্থায়ীভাবে বন্ধ করে দেয় এইচঅ্যান্ডএম।
বিবিসি জানিয়েছে, বুধবার সন্ধ্যা থেকে রাশিয়ায় এইচঅ্যান্ডএমের ইংরেজি ভাষার ওয়েবসাইটটি বন্ধ রয়েছে। সেখানে লেখা আছে সাময়িকভাবে এইচঅ্যান্ডএমের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ওয়েবসাইটটি ব্যবহার করে গ্রাহকেরা এখন পণ্য কিনতে পারছেন না।
এইচঅ্যান্ডএমের ষষ্ঠ বৃহত্তম বাজার হলো রাশিয়া। বর্তমানে ১৫০টির বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে সেখানে। গত বছরের শেষ প্রান্তিকে কোম্পানিটির মোট বিক্রির ৪ শতাংশ হয়েছে রাশিয়ায়। সেই ধারাবাহিকতায় চলতি বছরের শুরুতে একই গ্রুপের অধীনে ভিন্ন নামে আরও কয়েকটি খুচরা বিক্রয়ের দোকান খুলেছিল এইচঅ্যান্ডএম। এখন সেসব দোকানেও বিক্রি বন্ধ রেখেছে তারা। এইচঅ্যান্ডএম বাংলাদেশের পোশাকের একজন বড় ক্রেতা প্রতিষ্ঠান।
ইউক্রেনে আক্রমণের বিষয়ে কথা বলতে শুরু করেছে নামীদামি অন্যান্য ব্র্যান্ডও। প্রযুক্তি কোম্পানি অ্যাপল রাশিয়ায় সব পণ্য বিক্রি স্থগিত করেছে। ফ্যাশনের খুচরা বিক্রেতা অপর প্রতিষ্ঠান অ্যাসোস রাশিয়ায় গ্রাহকদের আর পরিষেবা দেবে না বলে গতকাল জানিয়েছে। আরেক বৈশ্বিক ব্র্যান্ড নাইকি এখনো ইউক্রেন সংকটের বিষয়ে সরাসরি কথা বলেনি। তবে রাশিয়ার গ্রাহকেরা আর অনলাইনে তাদের পণ্য কিনতে পারছেন না।