মন্দা কাটিয়ে আবার সচল উবারের ব্যবসা
করোনাভাইরাসের কারণে সৃষ্ট মন্দা কাটিয়ে ব্যবসায় প্রবৃদ্ধি করতে শুরু করেছে রাইড শেয়ারিং সেবা প্রদানকারী কোম্পানি উবার। কোম্পানিটি গত বুধবার জানিয়েছে, তাদের আয় গত বছরের শেষ তিন মাসে ৮৩ শতাংশ বেড়েছে। এতে বার্ষিক প্রবৃদ্ধি গিয়ে পৌঁছেছে ৫৮০ কোটি ডলারে। খবর সিএনএনের।
উবার জানিয়েছে, করোনাভাইরাসের বিস্তার কিছুটা কমে আসায় তাদের সেবাগ্রহীতার সংখ্যা বেড়েছে। লোকেরা এখন ক্রমবর্ধমানভাবে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বাইরে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি উবারের পরিষেবার মাধ্যমে রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার আনার ক্রয়াদেশও বেড়েছে। ফলে, মনে হচ্ছে যে এটি মহামারির মন্দা অবস্থা অতিক্রম করছে।
গত বছরের শেষ তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) ৮৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার মুনাফা করার কথা জানিয়েছে উবার। এর মধ্য দিয়ে পাবলিক কোম্পানি হিসেবে যাত্রা শুরুর পর দ্বিতীয়বারের মতো লাভজনক প্রান্তিক পার করল কোম্পানিটি।
নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ব্যবসার প্রবৃদ্ধির কথা জানিয়েছেন উবারের প্রধান নির্বাহী দারা খোশরোশাহী। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমাদের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, মহামারির শুরুর অবস্থাকে পেছনে ফলে অনেক দূর এগিয়েছি আমরা। করোনা নিষেধাজ্ঞাগুলো শিথিল হওয়ায় দৈনন্দিন সরবরাহ বেড়েছে। লোকেরাও চারদিকে ঘুরতে আরও আগ্রহী হয়ে উঠছে।’
অবশ্য দারা খোশরোশাহী জানান, করোনাভাইরাসের অমিক্রন ধরনের বিস্তার বৃদ্ধির কারণে গত ডিসেম্বরে তাঁদের ব্যবসায় প্রভাব পড়তে শুরু করেছে। তবে সেই অবস্থার উত্তরণ ঘটছে। তিনি আরও জানান, শেষ তিন মাসে উবারের প্ল্যাটফর্মে গড়ে ১১ কোটি ৮০ লাখ (১১৮ মিলিয়ন) ডলার মাসিক সক্রিয় ব্যবহারকারী ছিল। আগের বছরের তুলনায় এই সংখ্যা ২৭ শতাংশ বেশি, যা এখন পর্যন্ত সর্বোচ্চ পরিমাণ ব্যবহারকারী হিসেবে রেকর্ড করেছে।
ব্যবহারকারীর সঙ্গে বেড়েছে উবারের শেয়ারের দামও। কোম্পানিটির সর্বশেষ আয় বৃদ্ধির প্রতিবেদন প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যে উবারের শেয়ার ৫ শতাংশের বেশি বেড়েছে।
এদিকে আয় বৃদ্ধির সঙ্গে ক্ষতির কথাও জানিয়েছে উবার। করোনার সময়ে বিভিন্ন খাতে বাড়তি ব্যয়কে নিট ক্ষতি বলছে উবার। গত বছরে উবার ৪৯ কোটি ৬০ লাখ ডলারের নিট ক্ষতির তথ্য দিয়েছে। তবে এই ক্ষতি ২০২০ সালের তুলনায় অনেক কম। ওই বছরে তাদের ক্ষতির পরিমাণ ছিল প্রায় ৬৮০ কোটি ডলার।