গরমে আরাম পেতে, আস্থা রাখুন গ্রী এসিতে

দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের নিশ্চয়তা, উন্নত স্বাস্থ্য সুরক্ষার প্রযুক্তি এবং সর্বোচ্চ অ্যানার্জি এফিসিয়েন্সি পেতে আস্থা গ্রী এসিতে
ছবি: ইলেকট্রোমার্টের সৌজন্যে

সারা দিন বাইরে কাজ শেষে বাসায় ফিরে সবাই চায় একটু শীতল ও আরামদায়ক পরিবেশ। কিন্তু গরমে শীতল ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা কঠিন। এ সময় এসি হয়ে ওঠে ঘরের সবচেয়ে প্রয়োজনীয় একটি যন্ত্র। তবে শুধু ঠান্ডা বাতাসই নয়, এখনকার যুগে একটি আধুনিক এসির ক্ষেত্রে অ্যানার্জি সেভিং, স্বাস্থ্যকর বাতাস ও স্মার্ট কন্ট্রোলের মতো ফিচারও প্রয়োজন।

বাংলাদেশের শীর্ষস্থানীয় এসি সরবরাহকারী প্রতিষ্ঠান ইলেকট্রোমার্টের অন্যতম ব্র্যান্ড গ্রীর ‘সিলভিয়া’ এসি শুধু ঠান্ডাই করে না, পাশাপাশি দেয় স্মার্ট ও স্বাস্থ্যকর অভিজ্ঞতাও।

গ্রী এসিতে রয়েছে ‘এআই লার্নিং টেকনোলজি’, যা স্বয়ংক্রিয়ভাবে ঘরের তাপমাত্রা, আর্দ্রতা, ঘরের সাইজ ও তাপমাত্রার পরিবর্তন বুঝে অপটিমাইজড কুলিং নিশ্চিত করে। দীর্ঘ সময় ব্যবহারের ফলে এটি আরও বেশি কার্যকর হয়ে ওঠে এবং অ্যানার্জি সেভিং পর্যন্ত নিশ্চিত করে।

অনেক এসি শুধু বাতাস শীতল করে কিন্তু আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারে না। গ্রী সিলভিয়া এসিতে রয়েছে ‘স্মার্ট হিউমিডিটি কন্ট্রোল’ প্রযুক্তি, যা বাতাসের আর্দ্রতা নির্দিষ্ট পর্যায়ে রাখে এবং ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে।

বৃষ্টির দিনে বা আর্দ্র পরিবেশে কাপড় শুকানোর জন্য আলাদা ডিহিউমিডিফায়ার দরকার হয়। কিন্তু গ্রী সিলভিয়াতে রয়েছে ক্লথ ড্রাইয়িং টেকনোলজি, যা ঘরের ভেতরেই জামাকাপড় দ্রুত শুকাতে পারে।

মেডিকেল-বিশেষজ্ঞরা বলেন, বাতাসে নানা রকম ভাইরাস ও ব্যাকটেরিয়া থাকে। তাই শুধু ঠান্ডা বাতাসই যথেষ্ট নয়, বিশুদ্ধ বাতাসও গুরুত্বপূর্ণ। গ্রী সিলভিয়া এসিতে রয়েছে ‘ইউভিসি জীবাণুমুক্তকরণ’ প্রযুক্তি, যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে এবং সুস্থ পরিবেশ বজায় রাখে। আর ‘অটো ক্লিন’ অপশন থাকায় গ্রী এসি বারবার ক্লিন করার ঝামেলা নেই।

এ ছাড়া শান্তিপূর্ণ ঘুম ও কাজে মনোযোগ ধরে রাখার জন্য গ্রী সিলভিয়াতে রয়েছে এমন এক প্রযুক্তি, যা নিশ্চিত করে মাত্র ‘১৯ডিবি(এ)’ শব্দমাত্রা, যা প্রায় নিঃশব্দ। আর ‘পাওয়ার রিডাকসন’ সিস্টেম থাকায় এটি বিদ্যুৎ খরচ কমিয়ে নিতে পারে ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত।

গ্রী সিলভিয়াতে রয়েছে ওয়াই–ফাই এবং ব্লুটুথ সংযোগ-সুবিধা, যার মাধ্যমে স্মার্টফোন অ্যাপ কিংবা ভয়েস কন্ট্রোল, যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট ও অ্যালেক্সা ব্যবহার করে এসির সেটিংস নিয়ন্ত্রণ করা যায়।

বলা হয়, প্রয়োজনীয় জিনিস যত্নের কারণেই টেকে বহুদিন। সেদিক বিবেচনায় গ্রী এসির ‘ইনস্টলেশন সিস্টেম’ অনেক সহজ। প্যানেল পরিষ্কারের জন্য খোলা যায় নিশ্চিন্তে এবং এয়ার আউটলেট বের করে ধোয়া যায় সহজেই। এ ছাড়া এসির আউটডোর ইউনিট ঝড়-বৃষ্টি-রোদ থেকে নিরাপদ থাকে, যাতে মরিচা ধরে না।

এসি কেনার সময় শুধু ফিচার নয়, দীর্ঘস্থায়িত্ব ও ওয়ারেন্টির দিকেও নজর দেওয়া প্রয়োজন। গ্রী সিলভিয়া এসিতে রয়েছে ১০ বছরের কম্প্রেসর গ্যারান্টি এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি। এ ছাড়া প্রতিবছর গ্রীর রয়েছে ফ্রি সার্ভিসিং ক্যাম্পেইন।

তাই দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের নিশ্চয়তা, উন্নত স্বাস্থ্য সুরক্ষার প্রযুক্তি এবং সর্বোচ্চ অ্যানার্জি এফিসিয়েন্সি পেতে গ্রী সিলভিয়া এসিটি সংগ্রহ করতে পারেন ইলেকট্রোমার্টের যেকোনো শোরুম থেকে। আর ঘরে বসে চমৎকার ডিজাইন ও বাহারি রঙের এসি কিনতে চাইলে ভিজিট করুন electromart.com.bd।