টাইপের ছোট ভুল, শেয়ারের দাম বাড়ল ৬০ শতাংশ
শরিকি যাত্রা সেবা প্রতিষ্ঠান লিফট স্টেডিয়াম ও বিমানবন্দরে বিপুলসংখ্যক যাত্রী বহন করে প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। পাশাপাশি কোম্পানিটি খরচ কমিয়েছে অনেক। এসব খবরে কোম্পানির শেয়ারের দাম বাড়বে, তা প্রত্যাশিত ছিল। মঙ্গলবার শেয়ারের দাম বেড়েছিল ৬০ শতাংশ। কিন্তু এ ক্ষেত্রে মূল অবদান ছিল একটি ভুলের।
কোম্পানিটি তার আয়ের যে হিসাব দিয়েছিল, সেখানেই ভুলটি করা হয়েছিল। এরপর লিফটের প্রধান আর্থিক কর্মকর্তা জানান, তিনি ওই ভুল শুধরে নিয়েছেন। তারপরই আবার কোম্পানির শেয়ারের দাম কমে যায়। ব্লুমবার্গের সূত্রে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
লিফট জানিয়েছিল, ২০২৪ সালে কোম্পানিটির আয় বাড়বে ৫০০ ভিত্তি পয়েন্ট বা ৫ শতাংশ। তবে এরপর ভুল সংশোধন করে তারা আবার জানায় যে ১০ শতাংশ কম ধরে আয় বাড়ার হিসাবটি করতে হবে। অর্থাৎ সত্যিকার অর্থে আয় বেড়েছে ৫০ ভিত্তি পয়েন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। ২০২৩ সালে শেয়ারের দাম বেড়েছিল ৩৬ শতাংশ।
পরের দিন ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লিফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিশার বলেন, ‘আমারই ভুল…এটি ছিল খারাপ একটি ভুল।’
২০২২ সালের তুলনায় গত বছর গাড়িতে করে স্টেডিয়ামে যাওয়া ৩৫ শতাংশ বাড়ে। লিফট বলছে, মূলত টেলর সুইফটের এরাস ট্যুর, বিয়ন্সের রেনেসাঁ ট্যুর ও বিভিন্ন খেলাধুলার আয়োজনের জন্য মানুষ বেশি করে স্টেডিয়ামে গেছেন। একই সঙ্গে বিমানবন্দর থেকেও যাত্রী ওঠানামা বাড়ার কারণে কোম্পানির আয় বাড়ে।
নতুন প্রধান নির্বাহী যোগ দেওয়ার পর লিফট গত বছর বড় ধরনের পুনর্গঠনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। এর অংশ হিসেবে কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে, আর ব্যবস্থাপনা পর্যায়ে স্তরের সংখ্যা কমানো হয়েছে। গত এপ্রিলে ১ হাজার ২০০ কর্মীকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে, আর খরচ কমানো হয়েছে ১২ শতাংশ। ফলে কোম্পানির মুনাফা বেড়েছে।
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে লিফটের জোরালো কার্যক্রম রয়েছে। গত সপ্তাহে কোম্পানিটি বলেছে যে যাত্রীদের কাছ থেকে যদি চালকদের আয় ৭০ শতাংশের কম হয়, তাহলে তাদের পক্ষ থেকে বাকি অর্থ দেওয়া হবে। মজুরি ও সুযোগ–সুবিধা আটকে রাখার অভিযোগ ওঠার পর গত নভেম্বরে লিফট ও উবার নিউইয়র্কের চালকদের ৩২ কোটি ৮০ লাখ ডলার দিতে একমত হয়।
যাত্রী নিরাপত্তা, কাজের নিরাপত্তা এবং কৃত্রিম বৃদ্ধিমত্তা সম্পর্কে সাধারণ শঙ্কা স্বচালিত বাহন সম্পর্কে মানুষকে সংবেদনশীল করে তুলেছে, অনেককে শত্রুভাবাপন্ন করে তুলেছে। মোন্যাশনালের সঙ্গে মিলে লিফট পুরো যুক্তরাষ্ট্রে এক লাখ স্বচালিত যাত্রার ব্যবস্থা করেছে।
ডেভিড রিশার বলেন, ‘ওই পর্যায়ে যেতে আমাদের আরও লম্বা সময় লাগবে, যেখানে মানুষ প্রযুক্তির বিষয়ে স্বচ্ছন্দ হতে পারবে। বড় বড় কোম্পানির সঙ্গে কীভাবে একযোগে কাজ করা যায়, তা নিয়ে আমরা তাদের সঙ্গে সব সময় আলোচনা করছি।’
গত ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিক প্রান্তিকে লিফট ১২২ কোটি ডলার আয় করেছে।