ইয়ামাহার নতুন মডেলের মোটরসাইকেল আনল এসিআই, দাম তিন লাখ টাকা
দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস সিরিজের নতুন মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরস। আজ শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।
এসিআই মোটরসের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের বাজারে বাইকটি ছয় কালারে পাওয়া যাবে, যা অনলাইন প্রি-বুকিংয়ের মাধ্যমেও গ্রাহকেরা কিনতে পারবেন। এই মোটরসাইকেলের দাম ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। অনলাইন প্রি-বুকিংয়ে মিলবে আকর্ষণীয় মূল্যছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইয়ামাহা মোটর ইন্ডিয়ার গ্রুপ চেয়ারম্যান এইশিন চিহানা, এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এফ এইচ আনসারী, নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে গান পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল জেমস।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারে আনার আগে বিদেশে মোটরসাইকেলটি জনপ্রিয়তা পায়। ১৫০ সিসির এফআই ইঞ্জিনসমৃদ্ধ টুরিং কমিউটার সেগমেন্টের এই মডেলে রয়েছে পজিশন ল্যাম্পসহ ক্লাস ডি হেডলাইট, এলসিডি মিটার, এলইডি ফ্লাশার এবং ইয়ামাহা মোটরসাইকেল কানেক্ট অ্যাপ। এ ছাড়া বাইকটিতে রয়েছে উচ্চ প্রযুক্তির দুটি সেফটি ফিচার, সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম ও ট্র্যাকসন কন্ট্রোল সিস্টেম, যা সচরাচর স্পোর্টস অথবা উচ্চ সিসির মোটরসাইকেলে দেখা যায়। দুটি ফিচারই চালকের বিশেষ নিরাপত্তা ও বাংলাদেশের রাইডিং কন্ডিশনের জন্য খুবই প্রয়োজনীয়। গত বছর এফজেডএস ভার্সন ৩.০ ডিলাক্স বাজারে আনে এসিআই মোটরস।