দেশ ভালো আছে বলে দাবি দুই মন্ত্রীর, সাবেক প্রতিমন্ত্রী বললেন বছরে পাচার হয় ৭-৮ বিলিয়ন ডলার
ঈদে যে হারে পশু কোরবানি হয়েছে, সেটাকে দেশ ভালো থাকার একটি সূচক বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি বলেন, দেশ ভালো আছে। বিশ্বব্যাংকও এ কথা বলেছে। শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলামও বলেছেন, মানুষের পকেটে টাকা না থাকলে লাখ টাকা দিয়ে কেউ কোরবানি দিতেন না।
আজ বৃহস্পতিবার ঢাকার ফার্মগেটের বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী ও বাণিজ্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।
সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এতে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি জিয়াকুন শি। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
সেমিনারে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘বাজেট পেশ করার পর নানা মহল প্রতিক্রিয়া জানাচ্ছে, বক্তব্য দিচ্ছে। এর মধ্যে যেগুলো বাস্তবসম্মত এবং বাজেটে বাস্তবায়নযোগ্য, সেগুলো অবশ্যই পুনর্বিবেচনা করা হবে। কারণ, এখনো বাজেট পাস হয়নি। অনেকেই সমালোচনা করছেন। তাঁদের উদ্দেশে বলব, আমাদের অর্থনীতি ও বাজেট নিয়ে বিশ্বব্যাংক কী বলছে, সেদিকেও নজর দিয়েন।’
হঠাৎ অর্থমন্ত্রী বলছিলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে, তা আমাদের শুনতে হবে। কারণ, তারা আমাদের টাকা দেয়। আমাদের টাকা লাগবে। আপনি কি টাকা দেন? আপনি টাকা দিলে আপনার কথাও শুনব।’ অর্থমন্ত্রী বলেন, ‘কই, সরকার তো পড়ে না। দেশ তো দেউলিয়া হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সবকিছু বোঝেন?’
প্রস্তাবিত বাজেট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘কোনো কিছু থাকলে পুনর্বিবেচনা করার সুযোগ আছে। বাজেট এখনো পাস হয়নি। বাজেট দেখুন এবং বোঝার চেষ্টা করুন।’
‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’র পাশাপাশি ‘জয়তু শেখ হাসিনা’ স্লোগান যোগ করেছেন বলে জানান আবুল হাসান মাহমুদ আলী।
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম বলেন, মানুষের পকেটে টাকা আছে। একসময় বড় বোয়াল সারা দিন বিক্রি হতো না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে থাকত বাজারে। এখন বড় বোয়ালের তিনজন ক্রেতা দাঁড়িয়ে থাকেন। গ্রামের মানুষেরও সক্ষমতা বেড়েছে।
ভর্তুকির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলে উল্লেখ করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘বাজারে কোনো পণ্যের যেন ঘাটতি না থাকে, সে জন্য আমরা কাজ করছি। মিয়ানমার থেকে আদা ও মরিচ আমদানির চেষ্টা করছি। আমরা চাই, ১২ মাস কোনো পণ্যের যেন ঘাটতি না থাকে। ডলারের দাম বাড়লেও ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখছি। অর্থ মন্ত্রণালয় থেকে সহযোগিতা পাচ্ছি।’
এদিকে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বললেন আলাদা সত্য। তিনি বলেন, অর্থ পাচার থেকেই ডলার–সংকটের শুরু বলে অনেকে মনে করেন। বছরে ৭ থেকে ৮ বিলিয়ন (৭০০ থেকে ৮০০ কোটি) ডলার পাচার হয়। এ কারণে ডলার–সংকট দেখা দেয়। এটা রোধ করার পদক্ষেপ দরকার।
শামসুল আলম বলেন, ব্যাংক কমিশন করলে ভালো। না হলেও বিশেষজ্ঞ-অর্থনীতিবিদদের নিয়ে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নেও গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে করমুক্ত সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে সাহসী প্রস্তাব বলে মনে করেন শামসুল আলম। তিনি আরও বলেন, ভোগ্যপণ্যের সরবরাহ পর্যায়ে উৎসে কর ১ শতাংশ কমানোয় তা মূল্যস্ফীতি কমাতে ভূমিকা রাখবে। মূল্যস্ফীতি কমানোর উদ্দেশ্যে সরকার এবার বাজেট কমিয়েছে। নয়-ছয় সুদের হার উঠিয়ে দেওয়ার একটা ইতিবাচক প্রভাব পড়বে।