কোম্পানির রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ানোর দাবি

এফবিসিসিআইছবি: সংগৃহীত

কোম্পানির রিটার্ন দাখিলে ৩০ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে অনুরোধ করে চিঠি দিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. মাহবুবুল আলম।

আজ মঙ্গলবার এফবিসিসিআই সভাপতি এ চিঠি দিয়েছেন। এতে বলা হয়েছে, কর ব্যবস্থাকে টেকসই, আধুনিক ও জনবান্ধব করতে অতি সম্প্রতি নতুন আয়কর আইন-২৩ প্রণয়ন করা হয়েছে। এ আইন সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনো তৈরি হয়নি। এ ছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার–সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় নিরীক্ষা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্র প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। তা ছাড়া নিরীক্ষা প্রতিষ্ঠানের ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হওয়ায় কোম্পানিগুলোর নিরীক্ষা প্রতিবেদন পেতে দেরি হচ্ছে। এফবিসিসিআইয়ের সদস্য বিভিন্ন সংগঠন থেকে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে সময় বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এমন পরিপ্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরও দুই মাস সময়ের প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর। গত ২৯ নভেম্বরে এনবিআর ব্যক্তিশ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেওয়ার সময় চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করে। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল চলতি বছরের ১৫ জানুয়ারি। গত নভেম্বরে সেই সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে।