দেশের নেতৃস্থানীয় শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক গত দুই যুগে সফলতার সঙ্গে ৬০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প সম্পন্ন করেছে। এবারের রিহ্যাব আবাসন মেলায় তারা ২০টির বেশি আবাসিক ও বাণিজ্যিক প্রকল্প নিয়ে আসছে। তাদের প্রকল্পগুলো ঢাকার ধানমন্ডি, গুলশান, বসুন্ধরা, উত্তরা, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর, আফতাবনগর ও জলসিঁড়িসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠছে। আবাসিক প্রকল্পগুলোর ফ্ল্যাটের প্রতি বর্গফুটের দাম ৮ হাজার থেকে ২৮ হাজার টাকা।
আনোয়ার ল্যান্ডমার্ক ধানমন্ডির ৫নং সড়কে ১৯ দশমিক ৮৩ কাঠা জমিতে আনোয়ার ল্যান্ডমার্ক ক্লেমেটিস নামে বড় আবাসন প্রকল্প গড়ে তুলছে। এই প্রকল্পের ৪০ শতাংশ জায়গাই উন্মুক্ত। এখানে দুটি বেজমেন্টসহ ১৬তলা ভবন হবে। এতে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮৫০ বর্গফুটের অ্যাপার্টমেন্ট থাকবে। বাসিন্দারা খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যায়ামাগার, সুইমিং পুল ইত্যাদি সুবিধা পাবেন। ভবনে বায়ু চলাচলের জন্য বড় জানালা ও খোলামেলা বারান্দারাখা হচ্ছে।
আবাসন প্রকল্প করার ক্ষেত্রে আমরা প্রথমেই শহরের সবচেয়ে আকর্ষণীয় এলাকাকে অগ্রাধিকার দিই। একই সঙ্গে সর্বোচ্চ মান, ফাংশনাল নকশা ও গ্রাহক সন্তুষ্টিতে আমরা জোর দিয়ে থাকি। পর্যাপ্ত আলো–বাতাসের সঞ্চালন, সবুজায়ন ও আধুনিক নকশা নিশ্চিত করি আমরা।এ জেড এম তানভীর আহাদ, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন), আনোয়ার ল্যান্ডমার্ক
উত্তর গুলশানে ১১ দশমিক ৮৩ কাঠার জমির ওপর আনোয়ার ল্যান্ডমার্ক হুইস্পারিং গ্রিন নামে একটি আবাসন প্রকল্প গড়ে উঠছে। এই প্রকল্পের ৫০ শতাংশ জায়গা খোলা থাকবে। দুটি বেজমেন্টসহ ১৭ তলার এই ভবন অ্যাপার্টমেন্টের আকার হচ্ছে ৪ হাজার ৮৫০ বর্গফুট। প্রকল্পটিতে একাধিক সুইমিংপুল, ব্যায়াগামার ও ছাদবাগানসহ বিভিন্ন আধুনিক সুযোগ–সুবিধা থাকবে।
মেলায় রেডি অ্যাপার্টমেন্ট বিক্রিতে বিশেষ ছাড় ও কিস্তির সুবিধা দেবে আনোয়ার ল্যান্ডমার্ক।
এ জেড এম তানভীর আহাদ, মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন), আনোয়ার ল্যান্ডমার্ক