দিনপঞ্জি ২০২৪
শেষ হয়ে গেল ২০২৩ সাল। আজ শুরু হলো নতুন বছর—২০২৪। এ বছর বিশ্বের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ কী ঘটতে পারে, সে রকম একটি তালিকা প্রকাশ করেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।
জানুয়ারি
বছরের প্রথম মাসে ব্রিকস প্লাস হতে যাচ্ছে পাঁচ জাতির জোট ব্রিকস। আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ব্রিকসে যোগ দেওয়ার কথা থাকলেও হঠাৎ আর্জেন্টিনা জানিয়েছে, তারা ব্রিকসে যোগ দিচ্ছে না।
এ মাসে বৈশ্বিক ন্যূনতম করপোরেট কর ১৫ শতাংশ কার্যকর হতে যাচ্ছে; ২০২১ সালে বিশ্বের ১৩০টি দেশ এ বিষয়ে ঐকমত্যে আসার পর জানুয়ারিতে তা কার্যকর হচ্ছে। বদৌলতে কিছু কিছু দেশ বড় বড় কোম্পানির কাছ থেকে টপআপ ট্যাক্স সংগ্রহ করবে। যেসব দেশে করহার কম, সেগুলোতে আইনি ফাঁকফোকর গলে বহুজাতিক কোম্পানিগুলো মুনাফা স্থানান্তর করে থাকে, এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে টপআপ ট্যাক্স আরোপ করা হয়।
জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এ নির্বাচনের ফলাফল চীন-তাইওয়ান সম্পর্কের পাশাপাশি তাইওয়ানকে ঘিরে চীন-মার্কিন দ্বৈরথেও প্রভাব ফেলবে।
ফেব্রুয়ারি
এ মাসে চীনেরও নতুন বছর শুরু হবে। বলা হচ্ছে, এটা হবে উড ড্রাগনের বছর। চীনের প্রচলিত লোককথা অনুসারে, এ বছর যাদের জন্ম হবে, তারা সৃজনশীল, উৎসাহী ও দৃঢ় সংকল্পবদ্ধ প্রকৃতির হবে। সেই সঙ্গে তারা অকপট প্রকৃতির হয়ে থাকে বলে জনশ্রুতি আছে।
যুক্তরাষ্ট্রের ফুটবল চ্যাম্পিয়নশিপ সুপার বৌলের ৫৮তম আসর এই প্রথম লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়ায় ১৪ ফেব্রুয়ারি বা ভালোবাসা দিবসে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
মার্চ
বাহরাইনে শুরু হচ্ছে ফর্মুলা ওয়ানের মৌসুম। এবার রোববারের পরিবর্তে শনিবার প্রতিযোগিতাটি হবে। এর লক্ষ্য, পবিত্র রমজানের আগে মৌসুমের দ্বিতীয় প্রতিযোগিতা যেন সৌদি আরবের জেদ্দায় হতে পারে, সেই পথ সুগম করা।
ঘানায় শুরু হবে ত্রয়োদশ আফ্রিকান গেম, যা ২০২৩ সালেই হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন স্টেডিয়ামের নির্মাণকাজ অসমাপ্ত থাকা ও বিপণনের স্বত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে তা শেষ পর্যন্ত হয়নি।
এ মাসে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হবে।
এপ্রিল
উত্তর আমেরিকাজুড়ে দ্য গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বা সূর্যগ্রহণ দেখা যাবে। এই গ্রহণে চন্দ্র সূর্যকে পুরোপুরি গ্রাস করবে।
এ মাসে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বসন্তকালীন বৈঠক হবে।
ব্রিটেনে ন্যাশনাল মারম্যালেড উইক পালিত হবে। মারম্যালেড হলো কমলা দিয়ে তৈরি একধরনের জেলি। এটি পালনের উদ্দেশ্য হলো, মানুষকে ম্যারম্যালেড খেতে বা তাদের নিজে থেকে তা তৈরি করতে উৎসাহিত করা।
মে
এই মাসে যুক্তরাজ্য ন্যাশনাল গ্যালারির দ্বিশতবার্ষিকী উদ্যাপিত হবে। এ উপলক্ষে যুক্তরাজ্যের ১২টি অঞ্চলে যত জাদুঘর ও গ্যালারি আছে, সেখানে ন্যাশনাল গ্যালারির আইকনিক চিত্র প্রদর্শন করা হবে। উদ্দেশ্য হলো, যুক্তরাজ্যের অর্ধেক মানুষ যেখানে থাকুন না কেন, তাঁরা যেন ৩০ মিনিটের মধ্যে এই জাতীয় সম্পদের কাছাকাছি যেতে পারেন, তা নিশ্চিত করা। ন্যাশনাল গ্যালারির দ্বিশতবার্ষিকী অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বখ্যাত চিত্রকর ভ্যান গঘের চিত্র প্রদর্শনী থাকবে, সেটা অবশ্য সেপ্টেম্বর মাসে হওয়ার কথা।
ইউরোভিশন সং কনটেস্ট বা সংগীত প্রতিযোগিতার শেষ পর্ব এ মাসে সুইডেনে অনুষ্ঠিত হওয়ার কথা; এ নিয়ে সাতবার দেশটিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ মাসে চীনে গ্রেট ওয়াল ম্যারাথন অনুষ্ঠিত হবে, যার একটি অংশ মহাপ্রাচীর দিয়ে যাবে।
মে মাসে চীন চাঁদের দূরবর্তী অংশে চেঞ্জেস সিক্স নামে একটি রোবট ল্যান্ডার পাঠাবে। এই মিশনে ফ্রান্স, ইতালি, পাকিস্তান ও সুইডেনের বৈজ্ঞানিক উপকরণ সংযুক্ত থাকবে।
জুন
জুন মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে অনুষ্ঠিত হবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট। আশা করা হচ্ছে, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে খেলাটির জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এরপর সেপ্টেম্বর মাসে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপও দেশটিতে অনুষ্ঠিত হবে।
জুন মাসে গ্লোবাল রানিং ডে বা বিশ্ব দৌড় দিবস উদ্যাপিত হবে। এর লক্ষ্য হচ্ছে, বিশ্বব্যাপী মানুষকে আনন্দ ও স্বাস্থ্য সুরক্ষার জন্য দৌড়াতে উৎসাহিত করা।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডি ডে ল্যান্ডিংয়ের ৮০তম বার্ষিকী উদ্যাপন করা হবে এ মাসে। এ উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, যুদ্ধফেরত সৈনিক ও কর্মকর্তারা নরম্যানডির ওমাহা সৈকতে একত্র হবেন।
ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন অনুষ্ঠিত হবে এ মাসে। মোট ৭২০ জন সদস্য নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে।
জুন মাসে জার্মানিতে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ আসর ইউরো ২০২৪ শুরু হবে। তার এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা কাপ শুরু হবে।
জুলাই
এই মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাটোর সম্প্রসারিত জোটের ৭৫ বছর পূর্তি উপলক্ষে জোটভুক্ত দেশগুলোর নেতারা বৈঠকে মিলতে হবেন।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দেবে। এ উপলক্ষে উইসকনসিনে দলটির জাতীয় কনভেনশন হবে।
জুলাই মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান হবে প্যারিস শহরের পাশে সিন নদীর তীরে। প্রায় ১০০ বছর পর ফ্রান্সে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রথমবারের মতো অলিম্পিকে ব্রেক ড্যান্স যুক্ত হচ্ছে।
আগস্ট
এই মাসে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসানতারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশটির স্বাধীনতা দিবসে এ অনুষ্ঠান হবে। ২০২২ সালে এই শহর নির্মাণের কাজ শুরু হয়েছে এবং তা শেষ হবে ২০৪৫ সালে।
যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করবে। দেশটির শিকাগো শহরে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে।
আগস্ট মাসে প্যারিসে প্যারালিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
সেপ্টেম্বর
এই মাসে ‘জাতিসংঘের সামিট অব দ্য ফিউচার’ শীর্ষক সম্মেলন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। এতে জলবায়ু পরিবর্তনসহ অন্যান্য গুরুতর চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সংস্থা ও বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে।
সেপ্টেম্বরে জাপানের মহাশূন্য গবেষণা সংস্থা জাকসা মঙ্গল গ্রহের ছোট দুটি উপগ্রহ, অর্থাৎ মঙ্গল গ্রহের একাধিক চাঁদ আবিষ্কারে অভিযান শুরু করবে, যাদের বলা হয় ফোবোস ও ডেইমোস। এ অভিযানের ল্যান্ডার ২০২৫ সালে ফোবোসে অবতরণ করবে এবং ২০২৯ সালে পৃথিবীতে ফেরত আসবে।
অক্টোবর
এ মাসে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে দীর্ঘজীবী জিমি কার্টারের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করবেন, যদি তিনি সে পর্যন্ত বেঁচে থাকেন।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) যৌথ বার্ষিক বৈঠক এ মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের মহাশূন্য গবেষণা সংস্থা নাসা বৃহস্পতি গ্রহের বৃহত্তম চাঁদের বাসযোগ্যতা অনুসন্ধানে ইউরোপা ক্লিপার নামে একটি মহাশূন্যযান পাঠাবে। ধারণা করা হয়, ইউরোপার ভূতলে সমুদ্র আছে, যেখানে অ্যালিয়েন বা ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব থাকতে পারে।
নভেম্বর
এই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই সঙ্গে হাউস অব রিপ্রেজেনটেটিভের ৪৩৫টি আসন ও সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৪টিতে সরাসরি ভোট অনুষ্ঠিত হবে।
এ মাসে ‘কপ-২৯’ শীর্ষক জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে।
চাঁদে মানুষের পা দেওয়ার অর্ধশতাব্দীর বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে মহাশূন্যযান পাঠাচ্ছে। এবার অবশ্য চাঁদের পেছনের অংশে চারজন নভোচারীকে পাঠাবে দেশটি।
ডিসেম্বর
= এ মাসে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো শুক্র গ্রহে শুক্রযান প্রেরণ করবে। ২০১০ সালে জাপানের আকাতসুকি অভিযানের পর ইসরোই প্রথম শুক্র গ্রহে কোনো যান পাঠাবে। এই অভিযানে শুক্র গ্রহের পরিবেশ ও ফসফাইন নামক যৌগের অনুসন্ধান করা হবে। ধারণা করা হয়, এর সঙ্গে প্রাণের সম্পর্ক আছে।
২০২৪-এর শেষ ভাগে কোনো এক সময়
এ বছরের শেষ ভাগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এন্ট্রি এক্সিট সিস্টেম (ইইএস) চালু করবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি হলো, সেনজেনের মুক্ত ভ্রমণ এলাকায় প্রবেশের সময় ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের পাসপোর্ট স্ক্যান করা হবে। এটি ২০২৩ সালে চালুর কথা ছিল, কিন্তু প্যারিস অলিম্পিক তা পিছিয়ে দেয়।